মুম্বই: গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া কথা ছিল শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' (Jersey) ছবির। কিন্তু সেই সময় করোনার তৃতীয় ঢেউ এবং ওমিক্রনে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। ঘোষণা করেন নির্মাতারা। কিন্তু মুক্তির মাত্র তিনদিন আগে ফের পিছিয়ে যায় এই ছবির মুক্তি। অবশেষে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। কিন্তু কেন এতবার মুক্তি স্থগিত হচ্ছে এই ছবির? অবশেষে আসল কারণ জানালেন ছবির প্রযোজক আমন গিল।


'জার্সি'র মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে ছবির প্রযোজক-


'জার্সি' প্রযোজক আমন গিলের বক্তব্য অনুযায়ী জানা যায়, ছবি মুক্তির আগেই আইনি সমস্যায় পড়ে এই ছবি। রজনীশ জয়সওয়াল নামে এক ব্যক্তি দাবি করেন যে, 'জার্সি' নির্মাতারা তাঁর স্ক্রিপ্ট চুরি করেছে। আইনি সমস্যার কারণেই মুক্তি পিছিয়ে যায় এই ছবির। যদিও বম্বে হাইকোর্ট সম্প্রতি 'জার্সি' নির্মাতাদের পক্ষেই রায় দিয়েছে। আর তারপরই ঘোষণা করা হয় যে ২২ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।


আরও পড়ুন - Top Entertainment News Today: প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র'র গানের টিজার, নীরবতা ভাঙল কপূর পরিবার, একনজরে বিনোদনের সেরা খবর


এক সাক্ষাৎকারে 'জার্সি' প্রযোজক আমন গিল বলেন, 'এই সপ্তাহেই আমাদের ছবি 'জার্সি'র মুক্তির সমস্ত প্রক্রিয়া আমরা করে ফেলেছিলাম। কিন্তু যতক্ষণ না আইনি সমস্যা থেকে মুক্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এগোতে পারছি না। তাই আদালত রায় দেওয়ার পরই আমাদের ছবির নতুন মুক্তির দিন ঘোষণা কার হয়। আজ বম্বে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। এবার আর কোনও অসুবিধা নেই। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। প্রসঙ্গত, এর আগে শোনা যায়, একইদিনে 'কেজিএফ চ্যাপ্টার ২' মুক্তি পাওয়ার কারণেই পিছিয়ে দেওয়া হয় এই ছবির মুক্তি।


'জার্সি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কপূর, ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকে। জাতীয় পুরস্কার জয়ী তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল রিমেক শাহিদ কপূরের 'জার্সি'।