মুম্বই : এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে চলেছে 'কবীর সিংহ' অভিনেতা শাহিদ কপূরকে (Shahid Kapoor)। তাঁর বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা 'জার্সি' (Jersey) মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। তারই দিন ঘোষণা করলেন অভিনেতা।
শনিবার মহারাষ্ট্রে সিনেমাহল চালু করার দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি ঘোষণা করেছেন যে, আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে খুলে যেতে চলেছে সিনেমাহল। আর তারপরই একে একে নিজেদের ছবির মুক্তির দিন ঘোষণা করছে পরিচালক প্রযোজক থেকে অভিনেতারা। ইতিমধ্যেই জানা গিয়েছে একগুচ্ছ বলিউড ছবির মুক্তির দিন।
আরও পড়ুন - মুক্তির দিন ঘোষণা 'বচ্চন পান্ডে' থেকে 'তড়প'-র, কবে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'?
এদিনই নিজের আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন শাহিদ কপূর। তিনি নিজের সোশ্যাল মাধ্যম সাইটে জানান যে, তাঁর আগামী স্পোর্টস ড্রামা 'জার্সি' মুক্তি পেতে চলেছে চলতি বছর ৩১ ডিসেম্বরে। প্রসঙ্গত, এই ছবি এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ৫ নভেম্বর তারিখে। কিন্তু অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ' ছবির সঙ্গে একই সময়ে ছবি মুক্তির দিন ধার্য হওয়ায় দুটি ছবির মুক্তির দিনই পিছিয়ে আলাদা আলাদা তারিখ নির্দিষ্ট হয়েছে।
শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবিতে অভিনেতা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পঙ্কজ কপূর, ম্রুণাল ঠাকুর। 'মৌসম' ছবির পর ফের বাবা পঙ্কজ কপূরের সঙ্গে একসঙ্গে ছবি করতে চলেছেন 'উড়তা পাঞ্জাব' অভিনেতা।
আরও পড়ুন - Upcoming Bollywood Film: মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা বলিউডে
আরও পড়ুন - Juhi Chawla Update: জুহি চাওলাকে চড় মারতে গিয়েছিলেন ফারাহ খান!
প্রসঙ্গত, মহারাষ্ট্রে সিনেমাহল চালু হওয়ার দিন ঘোষণা হওয়ার পরই যশরাজ ফিল্মস তাদের চারটি বিগ বাজেট ছবির মুক্তির দিন ঘোষণা করে দিয়েছে। এছাড়াও আমির খান প্রোডাকশনের পক্ষ থেকেও 'লাল সিংহ চাড্ডা' ছবির রিলিজ ডেট জানানো হয়েছে। পাশাপাশি রণবীর সিংহও তাঁর 'এইট্টি থ্রি' ছবির এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাও তাঁর আগামী তিনটি ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন।