কলকাতা: বসন্ত উৎসবের আগে বসন্তের রঙিন গান। মুক্তি পেল কিঞ্জল চট্টোপাধ্যায় এবং হৃতি টিকাদারের গলায় নতুন গান 'কানহা' (Kanha)। আর এই গানে ফের একবার একসঙ্গে জুটি হিসেবে দেখা গেল জন ভট্টাচার্য্য (John Bhattacharyya) ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায় (Sanjana Banerjee)-কে। গানটির প্রযোজনা করেছে জেএসই মিউজিক (JSE Music)। 


গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই গানটি দেখে প্রশংসা করেছেন। এই গানটির শ্যুটিং সম্পর্কে জন বলছেন, 'গানের শ্যুটিং করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমরা সবাই খুব মজা করে কাজ করেছি। গানটার তাল, ছন্দ আমাদের ভীষণ ছুঁয়ে গিয়েছিল বলেই হয়তো কাজটা এত ভাল হয়েছে।' অন্যদিকে এই গানের নায়িকা, অর্থাৎ সঞ্জনা বলছেন, 'এই গানটা হোলির অ্যান্থেম হওয়ার জন্য একেবারে উপযুক্ত। আমার আর জনের জুটি আগেও দর্শকদের থেকে ভালবাসা পেয়েছি। আশা করি এবারও মানুষ ভালবাসবেন আমাদের সমীকরণকে।'


 আরও পড়ুন: Chipkali: 'ছিপকলি'-র হাত ধরে বলিউডে পাড়ি বাঙালি পরিচালক, অভিনেত্রীর, মুক্তি ৭ এপ্রিল


এ তো গেল গানের কথা। কিন্তু দোল কেমন কাটত সঞ্জনার? অভিনেত্রী বলছেন, 'প্রত্যেক বছর দোলের সময় আমার বার্ষিক পরীক্ষা থাকত। তাই দোল খেলার অনুমতি দিতেন না মা। তবে গতবছর বন্ধুদের সঙ্গে একটা ফার্মহাউজে গিয়েছিলাম। সেখানে পুলের মধ্যে দোল খেলেছি, ভীষণ মজা হয়েছে।'                                                                                                                                   


অন্যদিকে জন বলছেন, 'ছোটবেলায় দোল মানেই একটা ছুটির দিন। আগেরদিন থেকে পিচকারি, রঙ, বেলুন সমস্ত কিনে রাখতাম বাবার সঙ্গে গিয়ে। বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে নিতাম দোলের সকাল থেকে। সেদিনটা ছিল আমাদের রাগ মেটানোর দিন। ধরুন, একটা জায়গায় আমরা ক্রিকেট খেলি, কেউ সেটা খেলতে দেন না বা সেখানেই ইচ্ছাকৃতভাবে গাড়ি রাখেন। সেইদিন তাঁদের দিকেই প্রথমে বেলুন ছুঁড়তাম। সবচেয়ে মজা হত সেই দিনটায় কেউ ধরবে পারবেন না কে রঙ দিয়েছে।'