মুম্বই: আর কিছুদিন পরই মা হবেন কাজল আগরওয়াল (Kajal Agarwal)। কিছুদিন আগেই সাধের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার কেবল অপেক্ষা সদ্যোজাতর আসার। মা হওয়ার বাকি আর মাত্র কয়েকটা দিনের। তার আগে স্বামী গৌতম কিচলুর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন কাজল আগরওয়াল।
স্বামীর উদ্দেশে কাজল আগরওয়াল-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী গৌতম কিচলুর উদ্দেশে দীর্ঘ পোস্ট করেন কাজল আগরওয়াল। দুটি রোম্যান্টিক ছবি এদিন তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। তিনি লেখেন, 'প্রিয় স্বামী- অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা যা প্রতিটা মেয়েই চেয়ে থাকে, তা হওয়ার জন্য। অনেক ধন্যবাদ নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো আমার মর্নিং সিকনেস আসে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বেরই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় আমার খেয়াল রেখেছ। আমি সঠিকভাবে খাবার খেয়েছি কিনা, জল খেয়েছি কিনা, বিশ্রাম নিয়েছি কিনা। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিয়েছ আমার। আমি জানতে চাই, তুমি ঠিক কতটা অসাধারণ একজন আর জানি তুমি কতটা অসাধারণ একজন বাবা হতে চলেছ।'
আরও পড়ুন - Alia Ranbir Wedding: আলিয়ার সঙ্গে বিয়ে মিটলেই এই বিশেষ কাজ করবেন রণবীর
কাজল আগরওয়াল আরও লেখেন, 'গত আট মাসে আমি দেখেছি তুমি ঠিক কতটা ভালো বাবা হতে পারো। আমি জানি আমাদের আসন্ন সন্তানকে তুমি কতটা ভালোবাসো আর এখন থেকেই তার কতটা খেয়াল রাখছ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে, আমাদের সন্তান একজন অসাধারণ বাবাকে পেতে চলেছে, যে তাকে অসম্ভব ভালোবাসে।'
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালের অক্টোবরে ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কাজল আগরওয়াল।