এক্সপ্লোর
Advertisement
কর্ণের সঙ্গে কথোপকথনের রেকর্ড ফাঁসের পর বিগ বি-র পাঠানো মেসেজ প্রকাশ কমল.আর.খানের, তারপর কী হল....
মুম্বই: কমল আর খান, এই ব্যক্তি বোধহয় বিতর্ক তৈরি করতে এবং সেই নিয়ে থাকতেই ভালবাসেন। এর আগে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'শিবায়ে' মুক্তির সময় কর্ণের সহযোগীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথন ফাঁস করে দিয়েছিলেন। এবার তাঁকে পাঠানো অমিতাভ বচ্চনের মেসেজও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে দিলেন কমল আর খান। তবে কর্ণের সহযোগীর সঙ্গে কথোপকথন ফাঁসের পর বিতর্ক তৈরি হলেও, এবার তেমন কিছুই হয়নি। বরং অমিতাভ যে তাঁর প্রতি কতটা ভরসা করেন, সেকথাই এই বার্তা থেকে বোঝা গিয়েছে।
প্রসঙ্গত, কর্ণের সঙ্গে সেই কথোপকথনের রেকর্ড ফাঁস করার ফলে বলিউডে বহু বন্ধুত্বই শেষ হয়ে গেছে। কীভাবে 'অ্যায় দিলে'র টিম 'শিবায়ে'কে ফ্লপ করিয়ে দেওয়ার জন্যে তাঁকে ব্যবহার করেছিল, সেকথাও সামনে চলে আসে।
তবে এবার বিগ বি-র তাঁকে প্রশংসা করে লিখে পাঠানো বার্তার স্ক্রিন শট নিজের টুইটার পেজে দিয়ে দেন কমল আর খান।
অনেকেই ভেবেছিলেন হয়তো এই বার্তা দেখে বেজায় চটে যাবেন বিগ বি। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। বরং অমিতাভ পাল্টা টুইট করে এই ঘটনা প্রসঙ্গে কী বলেছেন দেখে নিন এই টুইট, পাল্টা টুইট থেকে আরও একটা বিষয় পরিষ্কার অমিতাভের ছবি 'সরকার থ্রি'-র ট্রেলরও খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে।This is what I have earned in my life by own talent. And this is the proof that Me Me Me KRK is the Brand today. pic.twitter.com/MPumf5fiQq
— KRK (@kamaalrkhan) February 7, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement