কলকাতা: শিরোনামে 'পাঠান' (Pathaan)। ব্যবসা থেকে শুরু করে ছবির গল্প, সব বিষয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর ক্যামব্যাক করা এই ছবি। বক্সঅফিসে ইতিমধ্যেই ৪০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। কিন্তু কেন 'পাঠান'-এর এই সাফল্য? ট্যুইটারে উত্তর খুঁজলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
আজ ট্যুইটারে এক প্রযোজক 'পাঠান'-এর সাফল্যের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাঠানের এই বিশাল সাফল্যের শুভেচ্ছা। এর দ্বারাই প্রমাণিত হয়, হিন্দু ও মুসলমানরা সমানভাবে শাহরুখ খানকে ভালবাসেন। বয়কট ট্রেন্ড একটা ছবির সাফল্যে প্রভাব ফেলতে পারে না। ভারত ধর্মনিরপেক্ষ।'
এই ট্যুইটকে রিট্যুইট করে কঙ্গনা লিখেছেন, 'ভীষণ ভালভাবে বর্ণনা করা হয়েছে। এই দেশ খানেদের ভালবাসে এবং শুধুমাত্র খানেদেরই ভালবাসে। শুধু তাই নয়, মুসলিম অভিনেত্রীদের নিয়েও এই দেশ পাগল। আর তাই ভারতকে ফ্যাসিস্ট দেশ বললে খুব ভুল হবে। গোটা পৃথিবীতে ভারতের মতো আর কোনও দেশ নেই।'
২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ইতিমধ্যেই ভারতের দুই ব্লকবাস্টার 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলেছে 'পাঠান'। এবার এই ছবির নতুন রেকর্ড। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। তাতেও রেকর্ড।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন জানান যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি এটি।