এক্সপ্লোর
'পাপ্পুর রয়েছে চম্পু সেনা, যারা গুজবে ভর করে লড়ে', কৃষি বিল ইস্যুতে বিরোধীদের নিশানা কঙ্গনার
কঙ্গনা ট্যুইটে লিখেছে, যেমন শ্রী কৃষ্ণের নারায়ণী সেনা ছিল, তেমনি পাপ্পুরও নিজস্ব একটি চম্পু সেনা রয়েছে, যারা গুজবের ভিত্তিতে লড়াই করতে জানে। এটা আমার আসল ট্যুইট। কেউ যদি প্রমাণ করতে পারে যে, আমি কৃষকদের সন্ত্রাসবাদী বলেছি, তাহলে আমি ক্ষমা চেয়ে ট্যুইটার ছেড়ে দেব। একইসঙ্গে ট্যুইটে নমস্কারের ইমোজি-ও ব্যবহার করেছেন।

নয়াদিল্লি: দেশে চলতি কৃষি সংক্রান্ত ইস্যুতে আবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কৃষি বিল নিয়ে ট্যুইট করে বিরোধীদের নিশানা করলেন তিনি। কঙ্গনা ট্যুইটে লিখেছে, 'যেমন শ্রী কৃষ্ণের নারায়ণী সেনা ছিল, তেমনি পাপ্পুরও নিজস্ব একটি চম্পু সেনা রয়েছে, যারা গুজবের ভিত্তিতে লড়াই করতে জানে। এটা আমার আসল ট্যুইট। কেউ যদি প্রমাণ করতে পারে যে, আমি কৃষকদের সন্ত্রাসবাদী বলেছি, তাহলে আমি ক্ষমা চেয়ে ট্যুইটার ছেড়ে দেব। একইসঙ্গে ট্যুইটে নমস্কারের ইমোজি-ও ব্যবহার করেছেন'। কঙ্গনা তাঁর এই ট্যুইটে তার আগের ট্যুইট রিট্যুইট করেছেন। তাঁর আগের ওই ট্যুইটে কঙ্গনা নাগরিকত্ব আইন (সিএএ)-র বিরোধীদের একহাত নিয়েছিলেন। ওই ট্যুইটে তিনি লিখেছিলেন, 'প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়। কেউ ভুল বুঝলে তাকে বোঝানো যায়। কিন্তু যে ঘুমোনোর ভান করে, না বোঝার ভাব দেখায়, তাহলে তাকে আপনার বোঝানোয় কী ফারাক পড়বে? এরা সেই আতঙ্গি, যারা সিএএ-তে একজনের নাগরিকত্ব না যাওয়া সত্ত্বেও রক্তের নদী বইয়ে দিয়েছিল'। কঙ্গনা প্রধানমন্ত্রীর সেই ট্যুইট করে শেয়ার করেছিলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আশ্বস্ত করে বলেছিলেন যে, ন্যুনতম সহায়ক মূল্য ব্যবস্থা বহাল থাকবে। প্রধানমন্ত্রী লিখেছিলেন, 'আমি আগেও বলেছি, আবারও বলছি: এমএসপি ব্যবস্থা বহাল থাকবে। আমরা কৃষকদের সেরা করতে রয়েছে। অন্নদাতাদের সহায়তার জন্য যথাসম্ভব প্রয়াস করব এবং তাঁদের আগামী প্রজন্মের জীবন আরও বেশি সুরক্ষিত করব'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















