মুম্বই: বলিউড নামজাদা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar) বিরুদ্ধে বহু সময় স্বজনপোষণের অভিযোগ উঠেছে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) থেকে শুরু করে একাধিক অভিনেতা অভিনেত্রীরা তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন যে তিনি স্টার কিডদের সুযোগ করে দেন। আর বঞ্চিত হন তাঁরা, যাঁদের বলিউডে কোনও তথাকথিত গডফাদার নেই। কিন্তু কোনও বিতর্কেই কান দিতে রাজি নন কর্ণ জোহর। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আর তাই ফের তাঁর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে আর এক স্টার কিডের।
এবার বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেতা সঞ্জয় কপূরের কন্যা সনয়ার (Sanaya Kapoor)। সদ্যই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। 'বেধড়ক' (Bedhadak) ছবি দিয়ে বলিউডে পা পড়তে চলেছে এই স্টার কিডের। জানা যাচ্ছে, পরিচালক শশাঙ্ক খৈতানের সঙ্গে জুটি বেঁধেছেন কর্ণ জোহর। আর তাঁর পরিচালিত ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে সনয়া কপূরকে।
আরও পড়ুন - Bollywood Celebrities Update: দুই বোনের বেবো-লোলো নামের মানে কী? জানালেন করিনা
বেশ কিছুদিন ধরেই সঞ্জয় কপূর কন্যা সনয়ার বলিউডে আত্মপ্রকাশ করার খবর শোনা যাচ্ছিল। জানা যাচ্ছিল, খুব শীঘ্রই নামী পরিচালকের ছবি দিয়ে ডেবিউ হতে পারে এই স্টার কিডের। সেই খবরের সত্যতা জানা গেল অবশেষে। সম্প্রতি কর্ণ জোহর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বেধড়ক' ছবির পোস্টার শেয়ার করেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ওয়েব সিরিজের মাধ্যমে মাহিপ কপূর ইঙ্গিত দেন যে, তাঁর মেয়ের বলিউড জার্নি শুরু হওয়ার দায়িত্ব তিনি কর্ণ জোহরের হাতেই ছেড়েছেন।
সনয়া কপূরের বলিউডে আত্মপ্রকাশের খবরে খুশি অন্যান্য তারকারা। এছাড়াও শাহরুখ কন্যা সুহানার সঙ্গে তাঁর বন্ধুত্বের খবরও অজানা নয়। এদিন পোস্টার শেয়ার হওয়ার পর সনয়া কপূরকে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা খান, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর প্রমুখরা। উল্লেখ্য, সনয়া কপূরের বলিউডে আত্মপ্রকাশের খবরের পাশাপাশি শোনা যাচ্ছে জোয়া আখতারের ছবি দিয়ে বলিউডে পা রাখতে পারেন শাহরুখ কন্যা। সেই ছবিতে দেখা যেতে পারে অমিতাভ বচ্চনের নাতিকেও। যদিও এই কোনও পক্ষ থেকেই এখনও পর্যন্ত এই খবর অফিশিয়ালি ঘোষণা করা হয়নি।