এক্সপ্লোর
Advertisement
ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে র্যাম্পে হাঁটতে গিয়ে আবেগপ্রবণ অন্তঃসত্ত্বা করিনা
মুম্বই: অন্তঃসত্ত্বা অবস্থায় ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে র্যাম্পে হাঁটলেন বেগম করিনা কপূর খান। র্যাম্পে হাঁটার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন করিনা, কারণ এই প্রথমবার সেফ আলি খানের বেগম একা নন, তাঁর সঙ্গে একটা ছোট্ট প্রাণও শো মাতালেন।
প্রসঙ্গত, এই প্রথমবার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কোনও ক্রিয়েশন পরলেন বেবো। এই শোয়ে সব্যসাচীর মিউজ ছিলেন সেফ-জায়া। ৩৪ বছর বয়সি অভিনেত্রী ক্যাটওয়াকের সময় বলেন, এই শো চিরকাল তাঁর কাছে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ, তাঁর সন্তানও এখানে হাঁটলেন তাঁর সঙ্গে।
এছাড়াও এই প্রথমবার সব্যসাচীর সঙ্গে কাজ করলেন বেবো। এর আগে তারকা ডিজাইনারের সঙ্গে কোনও শো বা ছবিতে কাজ করা হয়নি বলে আক্ষেপও ছিল করিনার। সে আক্ষেপও ঘুচল এই শোয়ে। সবদিক দিয়েই এই শো নিয়ে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। এরসঙ্গে তিনি জানান, তাঁর শাশুড়িও ডিজাইনার সব্যসাচীর কাজের বড় ভক্ত।
এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করার জন্যে বলিউডে এরমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বেবো। করিনার দাবি, তিনি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজ করতে চান। কাজই তাঁর জীবন, ধ্যান, জ্ঞান, ভাল থাকার রসদ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement