এক্সপ্লোর
Advertisement
করিশমা, করিনার ইচ্ছে, তাঁদের ভাই রণবীরকে বিয়ে করুন সোনম!
মুম্বই: দু’জনেরই পর্দায় আসা ‘সাওয়ারিয়া’ দিয়ে। তখন নাকি প্রেমও করতেন সোনম কপূর ও রণবীর কপূর। পরে বিচ্ছেদ হয়ে যায়, দুজনেই খুঁজে নেন নতুন মানসসঙ্গী।
কিন্তু রণবীরের দুই তুতো দিদি করিশমা ও করিনা কপূর চান, সোনমই তাঁদের ভাইয়ের ঘরণী হোন।
কফি উইথ কর্ণ-এ এসেছিলেন সোনম ও করিনা। সেখানে সোনমকে প্রশ্ন করা হয়, রণবীরের সঙ্গে তিনি আবার ডেট করবেন কিনা। সোনম বলেন, রণবীরের সঙ্গে প্রেমের বদলে বন্ধুত্ব করলেই ভাল হবে তাঁর। মনে হয় না, তাঁকে তিনি সুখী করতে পারবেন।
করিনা তক্ষুনি জানিয়ে দেন, তিনি আর করিশমা দু’জনেই চান, সোনমই তাঁদের ভাবী হোন। এ নিয়ে নাকি আলোচনাও হয় তাঁদের।
কিন্তু সোনমের কোন গুণের জন্য তাঁকে তাঁরা এতটা নম্বর দিচ্ছেন, তা অবশ্য জানা যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement