জয়পুর: আর দুদিনের অপেক্ষা। তারপরই চার হাত এক হবে বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif-Vicky Kaushal Marriage)। আজ ভিকি-ক্যাটরিনার সঙ্গীত অনুষ্ঠান। আগামীকাল হবে মেহেন্দি। হবু বর ও কনে ইতিমধ্যেই সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় পৌঁছে গিয়েছেন। আজ সকালে এসে পৌঁছেছেন দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক কবীর খান। সঙ্গে ছিলেন স্ত্রী মিনি মাথুরও। দুপুরে হাজির হবেন সঙ্গীত পরিচালক গুরদাস মান। এসে পৌঁছেছেন পরিচালক কর্ণ জোহর, অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদী। 'ভিকি ও ক্যাটরিনার বিয়েতে খুব খুশি', বলছেন অঙ্গদ বেদী। একে একে হাজির হচ্ছেন অন্যান্য তারকারাও। এছাড়া রয়েছেন দুই পরিবারের ঘনিষ্ঠ মহল, ভিকি ও ক্যাটরিনার বন্ধুবান্ধবেরাও। 


অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি রাখা হচ্ছে না। সূত্রের থবর অনুযায়ী, জয়পুর বাজারে অর্ডার গেছে ৭৫ রকম সবজি ও ৭০ রকমের ফলের। সকালে একসঙ্গে রাজস্থানী ব্রেকফাস্ট সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ও তাঁদের পরিবারের লোকজন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য গোটা এলাকা পরিদর্শনে আসেন পুলিশও। এছাড়া কড়া নিরাপত্তা তো রয়েইছে। 


আরও পড়ুন: Year Ender: ২০২১-এ সর্বাধিক সার্চ হওয়া পুরুষ তারকা সিদ্ধার্থ শুক্ল, মহিলাদের তালিকায় শীর্ষে করিনা: ইয়াহু


প্রসঙ্গত গতকাল, ভিকি, ক্যাটরিনা, ফোর্টের ম্যানেজার ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক আইনজীবী। ভিকি ও ক্যাটরিনার বিয়ের জন্য নিরাপত্তার কারণে ৬ থেকে ১২ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুর জেলার চৌথ মাতা মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মানুষের সমস্যার কথা ভেবেই তিনি অভিযোগ করেন। যদিও এরপর মন্দির যাওয়ার সেই রাস্তা খুলে দেওয়া হয়।


অন্যদিকে গতকালই অভিনেতা ভিকি কৌশলের শেরওয়ানি হাজির হয় তাঁর বাড়িতে। সেই ছবি ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা। ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে ভিকি কৌশলের বিয়ের ( 'KatVic' wedding ) সেই পোশাকও।