কলকাতা: বাবা আর মা, দুজনেই যুক্ত রুপোলি পর্দার সঙ্গে। আর সেই রাস্তায় হেঁটেছেন পুত্রও। অক্সফোর্ডে পড়ার সুযোগ ছেড়ে তাঁর ঠিকানা এখন কলকাতা। অভিনয় করার জন্য, গল্প বোনার জন্য। ছবির সংখ্যা মাত্র ২, কিন্তু এর মধ্যেই নজর কেড়েছেন তিনি উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly)-র পুত্র।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন উজান। ঘরের ব্যালকনিতে শুয়ে রয়েছেন তিনি, নজরে দিগন্ত বিস্তৃত আকাশ, মেঘ। উজান এই ছবি পোস্ট করে লিখেছেন, 'সেদিন আকাশে লেখা ছিল যে অক্সফোর্ডের এমফিলের সুযোগ ছেড়ে আমি কলকাতায় ফিরে আসব। অভিনয় করতে, গল্প বুনতে। একদিন হয়তো ডক্টরেট করতে, ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকব সেই ঠাণ্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত আমার সিনেমার পোকা গাইছে,  "যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়!"


 






উজানের এই পোস্টটি ফেসবুকে রিশেয়ার করে নিয়েছেন বাবা কৌশিক। লিখেছেন, 'এই সিনে-পোকা একদিন আমাকে, তোমার মাকেও চুপিচুপি ডেকেছিল। তাই শিক্ষকতা জীবন ছেড়ে ক্যামেরার সামনে আর পিছনে ঘুরতে থেকেছি। বাপ-মা তো, তাই এই পেশার চেনা অনিশ্চয়তা সন্তানের জীবনে ভাবতে শঙ্কা হয়! পাশাপাশি গর্ব হয় যারা সাহস করে মানুষকে আনন্দ দেবে বলে সহজ বিলাসের জীবন ছেড়ে আসতে পারে, তাদের বুকের পাটা দেখে। শিল্পী তো আগুনে পুড়ে তবেই সোনা হয়। সেই সোনা ছেলে হও'



উজানের প্রথম ছবি 'রসগোল্লা' (Rosogolla) ছিল পাভেলের পরিচালনায়। এরপরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)-তে অভিনয় করেছেন উজান। আর তরুণ এই অভিনেতা, এই ছবিতেই নিজের জাত চিনিয়েছেন। টলিউড পেয়েছে তরুণ এক দক্ষ অভিনেতাকে। তবে কেবল অভিনয় নয়, এবিপি লাইভের সঙ্গে কথা বলার সময় কৌশিক একাধিকবার বলেছেন, উজান খুব ভাল গল্প লেখেন। অভিনয়ের থেকে অনেক বেশি দক্ষতা নাকি তাঁর লেখনীতে।


 


আরও পড়ুন: Nancy Tyagi: এই সামান্য কারণের জন্য বাবা চাননি কানের রেড কার্পেটে আসুন ন্যান্সি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।