এক্সপ্লোর
Advertisement
অটোতে সওয়ারি হলেন বলিউডের এই অভিনেত্রী
লিউডের জনপ্রিয় সিনেমা মহব্বতেঁ-র অভিনেত্রী কিম শর্মা নানা কারণেই টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে থাকেন। কখনও প্রেমের সম্পর্ক বা আবার কখনও অন্য কোনও কারণে –তাঁকে ঘিরে চর্চার বিরাম নেই।
নয়াদিল্লি: বলিউডের জনপ্রিয় সিনেমা মহব্বতেঁ-র অভিনেত্রী কিম শর্মা নানা কারণেই টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে থাকেন। কখনও প্রেমের সম্পর্ক বা আবার কখনও অন্য কোনও কারণে –তাঁকে ঘিরে চর্চার বিরাম নেই। এরইমধ্যে ফের নজর কাড়লেন কিম। কারণ, তাঁকে রবিবার রাতে দেখা গেল অটোরিক্সায় সওয়ারি হতে।
মুম্বইয়ে কিম শর্মাকে অটোতে চাপতে দেখে আলোকচিত্রীরা ছবি তুলতে ভুল করেননি। ছবিতে কিমকে সারা রঙের টপ ও গোলাপি মিনি স্কার্ট পরে দেখা গেছে। যে সময় তাঁর এই ছবি তোলা হয়, তখন তিনি মুখে হাসি নিয়ে ফোনে কিছু দেখছিলেন।
কিম কেন অটোতে চড়লেন, তা জানা যায়নি। তবে তাঁর অটোয় চড়া এই প্রথম নয়। এর আগেও তাঁকে অটোতে দেখা গিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিম। দুজনকে বেশ কয়েকবারই একসঙ্গে দেখা গিয়েছে। যদিও কিছুদিন আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায়। কিম শর্মা ক্রিকেটার যুবরাজ সিংহর সঙ্গে ডেট করেছিলেন।
View this post on InstagramIt was dark and cloudy that day too but atleast I was in the pool #flashbackfriday #whereisthesun 📸
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement