Indian Cop Universe: ওটিটি-তে এই প্রথম রাজ করতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। তাঁর প্রথম সিরিজ, 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' (Indian Police Force) আসছে আমাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে (Amazon Prime Video)। রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স' (Rohit Shetty Cop Universe)-এর অন্যতম অংশ হতে চলেছে এই সিরিজ যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে 'শেরশাহ' খ্যাত সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra), বিবেক ওবেরয় (Vivek Oberoi) ও শিল্পা শেট্টিকে (Shilpa Shetty)। ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তবে কপ ইউনিভার্সের ছবি দেখতে পছন্দ হলে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দেখার আগে এই ৫টি ছবি দেখতেই পারেন ওটিটি-তে।
দাবাং
অভিনব সিং কাশ্যপ (Abhinav Singh Kashyap) পরিচালিত 'দাবাং' (Dabangg) ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan)। এই ছবিতে তাঁর চরিত্রের নাম চুলবুল পাণ্ডে। এই চরিত্রটি দর্শকের খুব মনে ধরেছিল। ছবিতে সোনু সুদকে (Sonu Sood) দেখা গিয়েছিল একজন খলনায়কের চরিত্রে অভিনয় করতে। আমাজন প্রাইম ভিডিয়োতে খুব সহজেই দেখতে পারেন 'দাবাং'।
মর্দানি
২০১৪-তে প্রদীপ সরকার পরিচালিত ও রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত, 'মর্দানি' (Mardaani) ছবিটি মুক্তি পায়। এই ছবিতে রানি মুখোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল শিবাণী শিবাজি রাও। আমাজন প্রাইম ভিডিয়োতে দেখতে পাবেন এই ছবি। শোনা যাচ্ছে খুব শিগগিরই 'মর্দানি ৩' (Mardaani 3) -এর শ্যুটিং শুরু হবে।
সিম্বা
রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সিম্বা' (Simmba) ২০১৮-তে মুক্তি পেয়েছিল। এই ছবিতে নজর কেড়েছিলেন রণবীর সিং (Ranveer Singh)। সংগ্রাম "সিম্বা" ভালেরা-এর চরিত্রে রণবীরের অভিনয় মনে ধরেছিল দর্শকদের। এটিও পরিচালনা করেছিলেন রোহিত শেট্টি। বর্তমানে এটি দেখা যাবে জি ফাইভ অ্যাপে।
সিংঘম
কপ ইউনিভার্সের রাজা বলা হয় রোহিত শেট্টিকে। তাঁর প্রথম 'কপ ইউনিভার্স'-এর ছবি হচ্ছে 'সিংঘম' (Singham)। এই ছবিতে অজয় দেবগণকে (Ajay Devgn) মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আমাজন প্রাইম ভিডিয়োতে খুব সহজেই দেখতে পাবেন এই ছবিটি।
ফোর্স
২০১১ সালে জন আব্রাহম (John Abraham) অভিনীত 'ফোর্স' (Force) ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন প্রয়াত পরিচালক নিশিকান্ত কামত (Nishikant Kamat)। এই ছবিতে কিছু অসাধারণ অ্যাকশন দৃশ্য আছে যা দর্শকদের সেই সময় খুব মনে ধরেছিল। এই ছবিটি এখন দেখা যাবে নেটফ্লিক্সে (Netflix)। কপ ইউনিভার্সের অন্যতম ছবি 'ফোর্স'-এ জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডিসুজা।
আরও পড়ুন: 12th Fail: মুক্তির ৩ দিনের মধ্যেই সেরার শিরোপা, হটস্টারে 'মোস্ট ওয়াচড' 12th Fail