এক্সপ্লোর
Advertisement
দুর্গাপুজোর মধ্যেই ছেলের নাম প্রকাশ্যে আনলেন কোয়েল-রানে
কোলে ছোট্ট ছেলেকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে কোয়েল মল্লিক। পাশে স্বামী নিসপাল সিং রানে। অষ্টমীর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করলেন রক্তরহস্যের 'স্বর্ণজা'। কিন্তু চমক ছবিতে নয়, ছিল ছবির ক্যাপশানে। অষ্টমীর সন্ধ্যায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন কোয়েল।
কলকাতা: কোলে ছোট্ট ছেলেকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে কোয়েল মল্লিক। পাশে স্বামী নিসপাল সিং রানে। অষ্টমীর সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করলেন রক্তরহস্যের 'স্বর্ণজা'। কিন্তু চমক ছবিতে নয়, ছিল ছবির ক্যাপশানে। অষ্টমীর সন্ধ্যায় ছেলের নাম প্রকাশ্যে আনলেন কোয়েল।
কবীর। ছেলের এই নামটিই পছন্দ করেছেন কোয়েল-রানে। মাতৃত্বের ৫ মাস পরে ছেলের নাম ঘোষণা করলেন রঞ্জিত মল্লিক কন্যা। জন্মের পরেই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করেছিলেন কোয়েল। ৫ মাসে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। অষ্টমীর হলুদ পাঞ্জাবীতে মায়ের কোলে মিষ্টি হাসি মুখে নিয়ে দেখা গেল কবীরকে।
শুভেচ্ছার বন্যায় ভেসে যায় কোয়েলের এই পোস্ট। সবাই প্রশংসা করেন কবীরের নামের। জানান শুভেচ্ছাবার্তাও। এই পুজোয় মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি রক্তরহস্য। সেখানেও গল্প আবর্তিত হয়েছে এক মা ও ছেলের ঘটনাপ্রবাহ নিয়ে।
এবার করোনা আবহে মল্লিকবাড়ির পুজো হচ্ছে নিয়মবিধি মেনে। সেই ছবি শেয়ার করেছেন কোয়েল নিজেই। কিন্তু কোয়েলের ট্যুইটারের পিনড ট্যুইটটি ছেলের নামেরই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement