নয়াদিল্লি: ৬ ফেব্রুয়ারি, ২০২২। থেমে যায় সুরঝঙ্কার। ৯২ বছর বয়সে ইহলোক থেকে চিরতরে বিদায় নেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী (Death Anniversary)। তবে সশরীরে না থাকলেও তাঁর অজস্র গানের মধ্যে দিয়ে তিনি আজও শ্রোতাদের মনে বিরাজ করছেন। 


ভারতের 'সুরসম্রাজ্ঞী'


চিকিৎসকেরা বলেছিলেন 'মাল্টি অরগ্যান ফেলিওর' হয়ে মৃত্যু হয় লতা মঙ্গেশকরের। তাঁর প্রয়াণে শোকের ছায়া নামে শিল্পদুনিয়ায়। শোকে ভেঙে পড়েন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। 


৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি। মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।


১৯৮৯ সালে 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। সঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০১ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভারতরত্ন'-এ ভূষিত করে। শুধু দেশেই নয়, ২০০৭ সালে ফ্রান্সও তাঁদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার' দিয়ে সম্মানিত করেন। 


১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর, ইনদওরে থিয়েটার শিল্পী ও সঙ্গীতশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর কোল আলো করে জন্ম নেন লতা। তাঁর বাকি ভাইবোন মীনা, আশা, ঊষা ও হৃদয়নাথও সঙ্গীতশিল্পী।


১৯৪২ সালে বাবার মৃত্যুর পর ১৯৪৯ সালে মুম্বই চলে আসেন লতা। এখানে উস্তাদ অমন আলি খানের কাছে 'হিন্দুস্তানি সঙ্গীত'-এর তালিম নেন তিনি। মদন মোহন, রাহুল দেব বর্মন, লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের মতো তাবড় সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন লতা মঙ্গেশকর। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সঙ্গে ৭০০টিরও বেশি গান গেয়েছেন তিনি কিন্তু রাহুল দেব বর্মনের হয়ে ১৯৬০ সালে গাওয়া গানগুলি অত্যন্ত জনপ্রিয়তা পায়। ২০০৬ সালে 'রং দে বসন্তী' ছবির 'লুকা ছুপি' গানটি যেমন সঙ্গে সঙ্গে হিট করে যায়। ২০১২ সালে লতা মঙ্গেশকর নিজের মিউজিক লেবেল প্রকাশ করেন, 'এল এম মিউজিক'। তাঁর গাওয়া শেষ গান, ২০১৯ সালের একটি মরাঠি গান।


আরও পড়ুন: Sid Kiara Wedding Venue: সাজছে সূর্যগড় প্যালেস, প্রকাশ্যে এল সিড-কিয়ারার ওয়েডিং 'ভেন্যু'র ছবি


পুরস্কারের তালিকা


এত বড় মাপের একজন শিল্পীর পুরস্কার প্রাপ্তিক ভাণ্ডারও ছিল টইটম্বুর। লতা মঙ্গেশকর পেয়েছিলেন তিনটি জাতীয় পুরস্কার, ১৫টি 'বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস', চারটি 'ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকা', দুটো 'ফিল্মফেয়ার স্পেশ্যাল অ্যাওয়ার্ডস', 'ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' প্রভৃতি। তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর গান ছাড়া এখনও দেশবাসীর 'প্লেলিস্ট' অসম্পূর্ণ। 


আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুরাগীরা শ্রদ্ধাজ্ঞাপনও করছেন সোশ্যাল মিডিয়ায়।