Lily Chakraborty on Uttam Kumar: 'টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে', লিলি শোনালেন অজানা উত্তম-কথা

Lily Chakraborty on Uttam Kumar Death Anniversary: উত্তমকুমারের মৃত্যুদিনে সেই স্মৃতি রোমন্থন করে লিলি মুখোপাধ্যায় বলছেন, 'এখনও স্টুডিওতে ঢুকলে উত্তমদার গন্ধ পাই। উনি নেই, এ কথা আমি বিশ্বাস করি না।

কলকাতা: তিনি যেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই ছিলেন। সহকর্মী, জুনিয়রদের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য.. কিন্তু সবটাই নীরবে। হয়তো সেই কারণেই, মৃত্যুর এত বছর পরেও

Related Articles