Lily Chakraborty on Uttam Kumar: 'টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে', লিলি শোনালেন অজানা উত্তম-কথা

তিনি যেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই ছিলেন: লিলির উত্তম দর্শন
Source : Facebook
Lily Chakraborty on Uttam Kumar Death Anniversary: উত্তমকুমারের মৃত্যুদিনে সেই স্মৃতি রোমন্থন করে লিলি মুখোপাধ্যায় বলছেন, 'এখনও স্টুডিওতে ঢুকলে উত্তমদার গন্ধ পাই। উনি নেই, এ কথা আমি বিশ্বাস করি না।
কলকাতা: তিনি যেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই ছিলেন। সহকর্মী, জুনিয়রদের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য.. কিন্তু সবটাই নীরবে। হয়তো সেই কারণেই, মৃত্যুর এত বছর পরেও
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


