এক্সপ্লোর
বিয়ে করলেন অভিনেত্রী লিসা হেডেন, দেখুন অনুষ্ঠানের ছবি

মুম্বই: মনে আছে ‘কুইন’-এর বিজয়লক্ষ্মীকে? সাদাসিধে কঙ্গনা রানাওয়াতকে যে নিজের ওপর ভরসা রাখার প্রথম পাঠ পড়িয়েছিল? সেই বিজয়লক্ষ্মী ওরফে লিসা হেডেন বিয়ে করলেন। থাইল্যান্ডের সমুদ্রসৈকতে বয়ফ্রেন্ড দিনো লালভানিকে বিয়ে করেছেন লিসা। ইনস্টাগ্রাম, টুইটারে শেয়ার করেছেন সেই ছবি।
এক বছর প্রেমের পর বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন দু’জনে। অল্পদিন আগে লিসা জানান এই বিয়ের সিদ্ধান্ত। কর্ণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল-এ কাজ করেছেন লিসা। নতুন ছবির পাশাপাশি নতুন সংসার- জীবনকে দারুণ উপভোগ করছেন তিনি।
লিসার স্বামী দিনোর বাবা, নামি ব্যবসায়ী গুল্লু লালভানির জন্ম অবিভক্ত ভারতে। বিখ্যাত এই সিন্ধি শিখ পরিবার দেশভাগের সময় ভারতে চলে আসেন। তারপর ব্রিটেনে গিয়ে শুরু করেন ব্যবসা। তাঁদের কোম্পানি বিনাটোনের মালিকানা এখন দিনোর। ৩০ বছরের লিসার জন্ম চেন্নাইতে হলেও জীবনের বেশিরভাগটাই তিনি কাটিয়েছেন অস্ট্রেলিয়া ও আমেরিকায়। তারপর মুম্বইতে এসে শুরু করেন মডেলিং কেরিয়ার, সেখান থেকে বলিউডে পা রাখা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















