কলকাতা: সপ্তম দফা (7th Phase) অর্থাৎ চলতি বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) শেষ দিনে ভোটকেন্দ্রে মানবিকতার নজির গড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গরমের মধ্যে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টকর তা জানেন সকলেই। যে কেন্দ্রে মিমি ভোট দিতে গিয়েছিলেন সেখানেও ছিল একই ছবি। ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ ব্যক্তি। তাঁকে দেখে একজন সচেতন নাগরিকের কাজ করেছেন অভিনেত্রী। পুলিশের সাহায্যে ওই বৃদ্ধকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন মিমি। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে এবছর তিনি আর প্রার্থী নন। একজন সাধারণ মানুষ হিসেবেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব-কর্তব্য ভোলেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর কাজের।
ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গিয়েছে, ভোটকেন্দ্রে পৌঁছে মিমি পুলিশের সহায়তায় এক বৃদ্ধকে লাইনে না দাঁড়িয়ে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। লাইনে থাকা বাকি ভোটারদের অনুরোধও করেছেন অভিনেত্রী, যেন তাঁরা বৃদ্ধকে আগে ভোট দিতে দেন। অভিনেত্রী এবছর লোকসভা নির্বাচনে প্রার্থী না হয়েও যে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খেয়াল রেখেছেন, ভোটকেন্দ্রে গিয়ে একজন সচেতন নাগরিকের পরিচয় দিয়েছেন, তা দেখে খুশি অনেকেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মিমি চক্রবর্তী। ভোটে জিতে সাংসদও হয়েছিলেন অভিনেত্রী। তবে এই বছর অর্থাৎ ২০২৪ সালে আর প্রার্থী হতে চাননি মিমি। দল ছাড়াও কথাও বলেছেন বলে সূত্রের খবর। এমনকি জমা দিয়েছিলেন ইস্তফাও।
আপাতত নিজের অভিনয়ের কেরিয়ারেই মন দিয়েছেন মিমি। সম্প্রতি বাংলাদেশের অভিনেতা শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর একটি গানও রিলিজ হয়েছে। 'তুফান' ছবির এই গানের নাম 'লাগে উরা ধুরা'। সুর দিয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী প্রীতম হাসান।
আরও পড়ুন- ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার ! ভোট দিতে পারলেন না অভিনেত্রীর বোনও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।