কলকাতা: বিকেল গড়িয়ে সন্ধে নামছে তখন। দুপুরে আলস্য কাটিয়ে ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়ছে কলকাতা। অফিস ফেরত যাত্রীদের ঘরে ফেরার তাড়া, কোথাও কাউকে হাতছানি দিয়ে ডাকছে সন্ধের আড্ডা... তিলোতমা আর পাঁচটা দিনের মতোই ব্যস্ত নিজের ছন্দে।


কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ছবিটা আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা। সেখানে একে একে জড়ো হচ্ছে মানুষ, সাদা টি শার্ট পড়া একদল ছেলে মেয়ে যেন তারুণ্যের জোয়ার। হালকা বাদ্যযন্ত্র বাজিয়ে কখনও গান.. কখনও দরাজ গলায় সংলাপ...পথনাটিকা? ইংরেজিতে যার নাম স্ট্রিট প্লে (Street Play)। কলকাতার ব্যস্ত রাস্তায় পথনাটিকার চল নেই তেমন। মানুষ উৎসাহ বাড়তে লাগল। কাছে যেতেই চেনা গেল কলাকুশলীদের। একদল 'লক্ষ্মী ছেলে'। 


 






হেঁয়ালি না করে আসল ঘটনায় আসা যাক। উইন্ডোজ (Windows)-এর নতুন ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)-র প্রচারে এই অভিনব আয়োজন করেছিল প্রযোজনা সংস্থাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র পরিচালনায় ২৫ অগাস্ট বড়পর্দায় আসতে চলেছে 'লক্ষ্মী ছেলে'। আর এই ছবির প্রচারেই এই পথনাটিকার আয়োজন করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর সংস্থা।


 






আজ এই পথনাটিকায় অংশগ্রহণ করেন ছবির মুখ্যচরিত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সঙ্গে ছিলেন ছবির অন্য দুই কেন্দ্রিয় চরিত্র পূরব ও ঋত্বিকা। সেইসঙ্গে ছিলেন টিম 'লক্ষ্মীছেলে'-র অন্য়ান্য সদস্যরাও। জানানো হয়েছে, আগামী কিছুদিন কলকাতার বিভিন্ন জনবহুল অঞ্চলে আয়োজন করা হবে এমনই পথনাটিকার। সেখানে নাটকের মাধ্যমে তুলে ধরা হবে ছবির বিষয়বস্তু থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক বার্তা। কেবল পথনাটিকা নয়, ছিল ছৌ-নাচের অনুষ্ঠানও।



 


আরও পড়ুন: Raju Srivastava Health Update: 'রাজু একজন যোদ্ধা, ও ঠিক আমাদের মধ্যে ফিরবে..'