New Bengali Movie: দুই বাংলার মধ্যে প্রেমের গল্প নিয়ে বড়পর্দায় মুক্তি পেল 'সীমানা পেরিয়ে'
New Movie Update: ছবির অনেক অংশের শ্যুটিং হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে। ছবিতে রয়েছে তিনটি গান। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অসীম দাস। সঙ্গীত পরিচালনা করেছেন বাচ্চু।
কলকাতা: ফের শিল্পের মাধ্যমে এক হবে দুই বঙ্গভূমি। দুই বাংলার গল্প বলতে এল নতুন বাংলা ছবি 'সীমানা পেরিয়ে' (Shimana Periye)। বড়পর্দায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই ছবি। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুবীর পাল চৌধুরী (Subir Paul Chowdhury)।
দুই বাংলার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির 'সীমানা পেরিয়ে'
'সীমানা পেরিয়ে' দুই বাংলার গল্প বলতে নিজের ছবি নিয়ে হাজির পরিচালক সুবীর পাল চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন অভিনেতা ভুবনেশ্বর দে, জ্যোৎস্না হালদার, দুলাল লাহিড়ি, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, ভরত মুখোপাধ্যায়। ছবিতে ভুবনেশ্বর দে-কে দেখা গিয়েছে সূরজ নামের চরিত্রে। ছবির এই চরিত্র ছোটবেলাতেই বাবার সঙ্গে ওপার বাংলা থেকে চলে আসে এপারে। এপার বাংলায় বাবার মৃত্যুর পর ফের সূরজ চলে যায় বাংলাদেশে, নিজের কাকার কাছে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে কাকার মৃত্যুও হয়েছে অনেক দিন আগেই। অবশেষে বাবার এক বন্ধুর বাড়িতে পৌঁছয় সূরজ।
বাবার বন্ধুর বাড়ি গিয়েই সূরজের আলাপ হয় ছবির নায়িকা রাইমার সঙ্গে। ছবির আসল ক্লাইম্যাক্স শুরু সেখান থেকেই। ওপার বাংলায় ফিরে প্রেমে পড়ে সূরজ। এবার কি সেই প্রেম ফেলে সূরজ ফিরে আসতে পারবে এপার বাংলায়। সেই উত্তরই দেবে এই ছবি। আদ্যোপান্ত প্রেমের ছবি 'সীমানা পেরিয়ে'।
ছবির অনেক অংশের শ্যুটিং হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে। ছবিতে রয়েছে তিনটি গান। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অসীম দাস। সঙ্গীত পরিচালনা করেছেন বাচ্চু। অভিনেতা ভুবনেশ্বর দের কথায়, 'ছবিতে দুই বাংলার একটা মেলবন্ধন দেখানো হয়েছে। দুই বাংলার ভালবাসার গল্প এটি। অন্য ধরনের চরিত্রে অভিনয়ে দেখা যাবে আমাকে। আশা করছি ছবিটি সকলের ভাল লাগবে। রাইমার চরিত্রে জ্যোৎস্নার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।'
আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার
ছবির পরিচালক সুবীর পাল চৌধুরীর কথায়, 'সূরজ আর রাইমার জীবনের নানান গল্প দেখা যাবে এই ছবিতে। অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দুলাল লাহিড়িকে। নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আমাদের ছবিতে খুব একটা বিখ্যাত অভিনেতা অভিনেত্রী নেই। কিন্তু আশা করছি নতুন অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকদের ভাল লাগবে। সূরজ ও রাইমার চরিত্রে ভুবনেশ্বর ও জ্যোৎস্নাকে দর্শকদের ভাল লাগবে বলে আমাদের বিশ্বাস।' ছবিটি মুক্তি পেয়েছে 'ভুবনেশ্বর দে ফিল্মস'-এর ব্যানারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন