কলকাতা: সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় নাতিদীর্ঘ পোস্ট, সকালে একটা ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। হাতে স্যালাইনের চ্যালেন। অসুস্থ বাংলার জনপ্রিয় অভিনেতী। কী হয়েছে তাঁর? 


খোঁজ নিয়ে জানা গেল, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তাঁর নতুন ছবির। সামনেই আসছে তাঁর নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। গতকালই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। 


মধুমিতা যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গেল, তাঁর হাতে ড্রিপ চলছে, চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, 'গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালবাসার জন্য ধন্যবাদ।'


আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর।


 






প্রসঙ্গত, আগামীতে 'চিনি ২' ছবিতে দেখা যাবে মধুমিতাকে। 'চিনি'-র পরে এই ছবিতেও মুখ্যভূমিকায় থাকছেন অভিনেত্রী। পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita)। মধ্যবয়সী মা 'মিষ্টি'র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে 'চিনি'র চরিত্রে মধুমিতা সরকার। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি।  ১৬ মার্চ শুরু হয়েছিল ছবির শ্যুটিং। মূলত কলকাতাতেই হয়েছে শ্যুটিং। 


আরও পড়ুন: Rudranil Ghosh: 'ফ্যাতাড়ু' থেকে 'অগ্নিজল', ১৭ বছর পরে নাট্যমঞ্চে নতুন চরিত্রে রুদ্রনীল ঘোষ