এক্সপ্লোর
Advertisement
দেখুন: জাহ্নবির ‘ধড়ক’ সিনেমার গানে নাচ মাধুরীর
মুম্বই: জাহ্নবি কপূরের অভিষেক সিনেমা ‘ধড়ক’ বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে। সিনেমা মুক্তি পাওয়ার আগেই পর্দায় শ্রীদেবী কন্যা জাহ্নবি কপূর ও ইশান খট্টরের জুটিকে দেখতে মুখিয়ে ছিলেন সিনেপ্রেমীরা। স্পেশ্যাল স্ক্রিনিংয়ের সময়ই বলিউডের তারকা এই দুই নবাগত শিল্পীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। মুক্তি পাওয়ার পরও সিনেমার আকর্ষণ বহাল রয়েছে। ‘ধড়ক’-এর গানগুলিও জনপ্রিয় হয়েছে। সম্প্রতি সিনেমার পরিচালক শশাঙ্ক খৈতান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে মাধুরী দীক্ষিতকে ধড়ক-এ ‘জিঙ্গাত’ গানের তালে নাচতে দেখা গিয়েছে।
তাঁর নৃত্য শৈলীতে অনুরাগীদের মুগ্ধ করে রেখেছেন মাধুরী। সেই মাধুরীকেই জাহ্নবির সিনেমার গানের তালে নাচতে দেখা গিয়েছে। এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর খুব ভালো বন্ধু ছিলেন মাধুরী। শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্নবির পাশে দাঁড়াতে দেখা যায় মাধুরীকে। শ্রীদেবীর মৃত্যুর পর যখন ‘কলঙ্ক’ সিনেমার অভিনেত্রীর সন্ধান করা হচ্ছিল, তখন কপূর পরিবারের অনুরোধে মাধুরী কর্ণ জোহরকে ওই ভূমিকায় কাজের সম্মতি দেন। জাহ্নবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছিলেন। কর্ণ জোহরের প্রোডাকশনের ব্যানারেই তৈরি হয়েছে ‘ধড়ক’। সুপারহিট মরাঠি সিনেমার হিন্দি রিমেক ‘ধড়ক’।Doing the #zingaat with the original #dhakdhak Diva @MadhuriDixit ... Dream come true ... also twinning with the talented @Thearjunbijlani pic.twitter.com/fRRl3UXhv6
— Shashank khaitan (@ShashankKhaitan) July 30, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement