কলকাতা: ২৪ জুলাই। এই দিনেই বাংলা চলচ্চিত্র জগতে ঘটে নক্ষত্র পতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar)। এই দিনটিতে কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর সিনে দুনিয়ার একাধিক শিল্পীকে বিশেষ 'মহানায়ক' পুরস্কারে ভূষিত করা হয়। এবারও তার অন্যথা হয়নি। এই বছর বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। এছাড়া 'মহানায়ক সম্মান'-এ সম্মানিত হলেন, অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ও সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। 


বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন অম্বরীশ-রুক্মিণী-শুভাশিস


২৪ জুলাই, কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক বছর। এবারেও তাই হয়। চলতি বছরে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'বিশেষ চলচ্চিত্র সম্মান'-এ ভূষিত হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্য ও অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন, পরিয়ে দেন উত্তরীয়। এদিন হাতে পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য্য। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা সকলেই। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত “চলচ্চিত্র সম্মান ২০২৪”।' অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন কমেন্ট বক্সে। 


 






প্রসঙ্গত, গত বছর এই সম্মানে সম্মানিত করা হয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও পরিচালক হরনাথ চক্রবর্তী (Horonath Chakraborty)-কে। 


আরও পড়ুন: Nachiketa-Rachana-Prosenjit: 'মহানায়ক সম্মান' পেলেন নচিকেতা-রচনা, চার দশকের অবদানের জন্য সম্মানিত প্রসেনজিৎ


এদিনের মঞ্চ সাজানো হয়েছিল মহানায়কের ছবি দিয়ে। ছিল তাঁর অভিনীত নানা ছবির নাম। উপস্থিত ছিলেন মহানায়কের পরিবারের সদস্যরা। উত্তম কুমারের ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন পরিবারের সদস্যরাও। 'এই দিনটি উৎসর্গ করি আমরা মহানায়ক উত্তম কুমারকে। তিনি চিরনায়ক। তিনি আমাদের সবার হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন', পুরস্কার প্রদানের পর বলেন মুখ্যমন্ত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।