কলকাতা: ক্ষমতায় আসার পর থেকে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিনে শিল্পীদের বিশেষ সম্মান প্রদানের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাদ গেল না এই বছরও। আজ ২৪ জুলাই। উত্তমকুমারের মৃত্যুদিবস। আজ সন্ধেয় টলিউড একত্রিত হয়েছিল রুপোলি পর্দার রাজকুমারকে সম্মান জানাতে। আর বিশেষ সম্মান প্রদানের এই অনুষ্ঠানে প্রত্যেকবারের মতো উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-ও। এই বছরে 'মহানায়ক সম্মান' - এ সম্মানিত হলেন, অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ও সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। এছাড়াও বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharya), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও শুভাশিস মুখোপাধ্যায় (Subhasish Mukherjee)। চার দশকে চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।


আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেন নচিকেতা চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ারও করে নিয়েছেন 'আগুনপাখি'। পুরষ্কার প্রদানের সময় উল্লেখ করা হয় নচিকেতা চক্রবর্তীর বর্ণময় কেরিয়ারের কথা। কেবল সঙ্গীতশিল্পী নয়, অভিনেতা, সঙ্গীত পরিচালক ও কাহিনীকার হিসেবেও যে নচিকেতা কাজ করেছেন, সেই কথাও উল্লেখ করা হয়। এদিন অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনাও করেন নচিকেতা।


তবে নাম ঘোষণা করার সময়ে মঞ্চে উপস্থিত হতে পারেননি রচনা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অধিবেশনে ব্যস্ত থাকার কারণেই তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি। পরে অবশ্য তিনি অডিটোরিয়ামে এসেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেন শুভাশিস, অম্বরীশ ও রুক্মিণীর হাতে।


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই দিনটা আমরা প্রত্যেক বছর মহানায়ককে উৎসর্গ করি। যখন তৃতীয়, চতুর্থ শ্রেণীতে পড়ি, মনে পড়ে মায়ের হাত ধরে উত্তমকুমারের সিনেমা দেখতে যেতাম। আমি তো বাংলা গানের পোকা ছিলাম। আজও যখন সেই সমস্ত গান বর্তমানের শিল্পীরা গান.. আমরা উত্তমকুমারকেই শ্রদ্ধা জানাই এর মধ্যে দিয়ে। মনে হয় আমরা আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পেরেছি। উত্তমকুমারের সঙ্গে বাঙালির সংস্কৃতির সম্পর্ক, রক্তের সম্পর্ক।'


মুখ্যমন্ত্রী আজ জানান, ২০২৩ সাল পর্যন্ত ২৩ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে, ৪১ জনকে বর্ষসেরা সম্মান দেওয়া হয়েছে ও ১৪২ জনকে বিশেষ চলচ্চিত্র পুরষ্কার দেওয়া হয়েছে।


 






আরও পড়ুন: Shah Rukh Khan: প্যারিসে বিশেষ সম্মান শাহরুখ খানকে! স্বর্ণমুদ্রায় খোদাই হল কিং খানের ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।