এক্সপ্লোর
Advertisement
কঙ্গনার জন্য নৈশভোজের আয়োজন করলেন নলাগড়ের মহারাজা
অন্যদিকে, কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে ঘৃণা ও সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করেছেন কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার মুন্নাওয়ারালি সইদ।
মানালি: জাঁকজমকপূর্ণ পরিবেশে নলাগড়ের মহারাজা বিজয়েন্দ্র সিংহ ও তাঁর পরিবারের সঙ্গে নৈশভোজে যোগ দিলেন কঙ্গনা রানাউত। এই নৈশভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল। তিনি লিখেছেন, ‘পারিবারিক বন্ধু নলাগড়ের মহারাজা বিজয়েন্দ্র সিংহ মানালিতে কঙ্গনা ও আমাদের জন্য নৈশভোজের আয়োজন করেন। তিনি অতিথি বৎসল। অনেক ধন্যবাদ।’
গত বৃহস্পতিবার, ৫ নভেম্বর কঙ্গনার জন্য এই নৈশভোজের আয়োজন করেছিলেন মহারাজা। জানা গিয়েছে, কিছুদিন পরই মুম্বই ফিরবেন কঙ্গনা। এই কারণেই এখন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। নলাগড়ের মহারাজা তাঁর ঘনিষ্ঠ বন্ধুদেরই একজন।
কঙ্গনা পেশার সূত্রে মুম্বইয়ে থাকলেও, তিনি শৈলশহর মানালিরই বাসিন্দা। কাজের ফাঁকে ফাঁকে বরাবরই তিনি মানালি ঘুরে যান। কিন্তু এই দফায় লকডাউনের কারণে বেশ অনেক দিন ধরেই মানালিতে রয়ে গিয়েছেন কঙ্গনা । হিন্দি ছবির শুটিং বন্ধ রয়েছে বলে এবং সামাজিক নিরাপত্তাবিধি বজায় রাখার জন্যই তিনি মানালি থেকে যেতে এক রকম বাধ্য হয়েছেন। আবার এটাও সত্যি যে এই অবসরে নিজের পরিবারের সঙ্গে, নিজের শৈলশহরের মাঝে একটানা অনেকদিন থাকার সুযোগ মিলে গিয়েছে তাঁর। মাঝে একবার মুম্বই ফিরে এলেও আবার মানালিতে পরিবারের কাছে ফিরে যান অভিনেত্রী। সেখানেই কিছুদিন আগে ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়েছেন কঙ্গনা।
অন্যদিকে, কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে ঘৃণা ও সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করেছেন কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার মুন্নাওয়ারালি সইদ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে মুম্বই পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছে বান্দ্রা মেট্রোপলিটন কোর্ট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement