নয়াদিল্লি: অজয় দেবগণের জন্মদিনে (Ajay Devgn Birthday) প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি 'ময়দান'-এর ফাইনাল ট্রেলার ('Maidaan' Final Trailer Out)। মঙ্গলবার নায়কের জন্মদিন উদযাপনের ক্ষেত্রে নির্মাতাদের উদ্যোগ, অনুরাগীদের চমকে দিয়ে ছবি মুক্তির আগে এল শেষ ঝলক। বলাই চলে যে এই ট্রেলার অনুরাগীদের প্রতীক্ষা আরও অসহনীয় করে দিতে পারে। ভারতীয় ফুটবল টিমের কোচ সৈয়দ আব্দুল রহিমের (Syed Abdul Rahim) জীবন, ত্যাগ, নিষ্ঠার সফরের আরও কয়েক ঝলক দেখা গেল এই ট্রেলারে, যাঁর চেষ্টায় ফুটবলের মানচিত্রে ভারতের স্থান নিশ্চিত হয়েছিল ১৯৫০ থেকে ১৯৬০-এর সময়ে।


জন্মদিনে অনুরাগীদের 'রিটার্ন গিফ্ট', প্রকাশ্যে 'ময়দান' ছবির ফাইনাল ট্রেলার


'ময়দান' ছবিটি তৈরি হয়েছে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনের ওপর ভিত্তি করে। বলাই বাহুল্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। ট্রেলারে দেখানো হয়েছে সৈয়দ আব্দুল রহিম দেশের সেই সব নতুন প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করেন যাঁদের যে কোনও অবস্থানে খেলানো যেতে পারে। এমন খেলোয়াড় খুঁজে পাওয়ার  বিরুদ্ধে যান তিনি যাঁরা নিবেদিত ভূমিকা পালন করতে পারে। স্বাভাবিকভাবেই তাঁর এই ছক ভাঙা চেষ্টায় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন। নেতিবাচক চরিত্রে বা বলা চলে বিরোধী চরিত্রে দেখা যাবে গজরাজ রাওকে। বোর্ডরুম মিটিংয়েও অজয় দেবগণকে সকলের চিন্তাভাবনার বিরুদ্ধে যেতে দেখা যায়, যখন সকলে তাঁকে অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনার জন্য কথা শোনানোর চেষ্টা করেন। অজয়কে বলতে শোনা যায়, 'আমি ভেবেছিলাম আজ অন্তত হিন্দুস্তানকে নিয়ে কথা হবে। কিন্তু আমরা তো এখনও বাংলা আর হায়দরাবাদেই আটকে আছি।'


প্রকাশিত ট্রেলারে একাধিক ফুটবল খেলার ঝলকও দেখতে পাওয়া যায়। আসল ময়দানে, ভিস্যুয়াল এফেক্টসের সাহায্যে সেই সমস্ত দৃশ্য শিহরণ জাগাবে। এগিয়ে চলার পথে গোটা টিমকে শুনতে অজস্র কথা, জনতার সমালোচনার মুখে পড়তে হয়, বিরোধিতায় পথ অবরোধ, আন্দোলনের ঝলকও দেখা যায়। সেই সময়ে অজয় দেবগণকে বলতে শোনা যায়, 'এই ভিড়ের থেকে সঙ্গ পাওয়ার আশা করবে না, আজ কান বন্ধ করে খেলবে'। এরপরের এক ঝলকে দেখা যায় একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। তখন তাঁকে বলতে শোনা যায়, 'এর হিসেব চাই'।


 


আর


 


আরও পড়ুন: Anupam Kher Post: অনুপম খেরের থ্রোব্যাক পোস্টে 'শ্রীদেবীর বোন', পুরনো ছবির নেপথ্য কাহিনি কী?


গজরাজ রাও, অজয় দেবগণ, প্রিয়ামণির সঙ্গে বাংলার রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১০ এপ্রিল। বনি কপূর প্রযোজিত এই ছবি এবারের ইদের অন্যতম রিলিজ। 'ময়দান' ছাড়াও অজয় দেবগণের হাতে 'অরো মে কাহাঁ দম থা', 'রেড ২', 'সিঙ্ঘম ৩' ছবিগুলি আছে, যা এই বছরেই মুক্তি পাওয়ার কথা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।