কলকাতা: আসছে মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) নতুন ছবি। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা কাল্পনিক চরিত্র রাপ্পা রায়ের গল্প দ্বারা অনুপ্রাণিত এই ছবিতে অভিনয় করবেন অমর্ত্য রায় ও রাজনন্দিনী পাল। মুখ্য ভূমিকায় দেখা যাবে চৈতী-পুত্রকে। কী নাম ছবির? কবে শুরু হবে শ্যুটিং?


মৈনাক ভৌমিকের ছবিতে এবার অমর্ত্য-রাজনন্দিনী জুটি


রাপ্পা রায় কে? আর্ট কলেজ থেকে স্নাতক পাশ করে 'দৈনিক জয়ধ্বজা' নামক সংবাদপত্রে কর্মরত এক সাংবাদিক সে। অনেকটা বাংলার টিনটিনের মতো। টিনটিনের মতোই যে কোনও রকমের দুঃসাহসিক অভিযানে ঝাঁপিয়ে পড়ার অদ্ভূত অভ্যাস আছে রাপ্পা রায়ের। কিন্তু এই সমস্ত কাণ্ডকারখানার ঘোরতর বিরোধী তার রাশভারী বাবা। অন্যদিকে রাপ্পার এসব কাজে মদত দেন তার কাকা যিনি পেশায় পুলিশের ইনস্পেক্টর জেনারেল। ফলস্বরূপ, প্রায়ই নানাবিধ সমস্যায় পড়ে রাপ্পা, সেটা বারাণসীতেই হোক বা দার্জিলিংয়ে পাহাড়ে, বা অসমের জঙ্গলে হোক বা খাস কলকাতাতেই। বিপদ তার সর্বক্ষণের সঙ্গী। 


তবে রাপ্পার এহেন দুঃসাহসিক অভিযানের কিছু কিছুতে সঙ্গী হয় বন্ধু টোনি। গল্পে এই চরিত্রটি মূলত 'কমিক রিলিফ' অর্থাৎ টানটান কঠিন গল্পের মাঝে খানিক হালকা মেজাজের চরিত্র। ছবি তোলার নেশা রয়েছে টোনির, কিন্তু সাধারণ জ্ঞানের অত্যন্ত অভাব! আর তার ফলেই পাঠকদের জন্য হাজির হয় হাস্যরসে পরিপূর্ণ নানা পরিস্থিতি। 


রাপ্পা রায়ের চরিত্রায়ণের ক্ষেত্রে সুযোগ বন্দ্যোপাধ্যায় টিনটিন কমিক্সের বেলজিয়ান কায়দা অনুসরণ করেন। রাপ্পার দুঃসাহসিক অভিযান ও বেপরোয়া মনোভাব তাকে প্রত্যেক বয়সের পাঠকের প্রিয় করে তুলেছে। এই গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে মৈনাক যে ছবি বানাচ্ছেন তাঁর নাম 'রাপ্পা রায় ও ফুল স্টপ ডট কম'। রাপ্পার চরিত্রে অমর্ত্য, ডলফিনের চরিত্রে রাজনন্দিনীকে দেখা যাবে। এর আগে তাঁরা একসঙ্গে 'উড়নচণ্ডী' ছবিতে একসঙ্গে ডেবিউ করেছিলেন। 


এই ছবির বিষয়ে পরিচালক বলেন, 'রাপ্পা রায়কে নিয়ে ছবি তৈরির অন্যতম আকর্ষণ ছিল গ্র্যাফিক উপন্যাসের দুনিয়াকে বড়পর্দায় নিয়ে আসা যা বাস্তব জীবনে ফ্যান্টাসির একটা বড় অংশ। একজন নির্মাতা এবং দর্শক উভয় হিসেবেই আমি এই কাল্পনিক বিশ্বে প্রবেশ করার প্রক্রিয়া উপভোগ করছি যা আমার জন্য একটি ভাল পরিবর্তন।'


আরও পড়ুন: NABC 2024: শিকাগোয় NABC অতিথিদের হোটেলে 'আগুন আতঙ্ক'! আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে


ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে 'ফ্রেন্ডস কমিউনিকেশন' ও ধীমান বর্মন। প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, 'রাপ্পা রায় দর্শকের জন্য আনতে পেরে আমরা রোমাঞ্চিত। বাংলা সিনেমার জগতে এটা গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা নিশ্চিত যে রাপ্পা রায় শুধু মনোরঞ্জন করবে তাইই নয়, যুবসমাজকে অনুপ্রাণিতও করবে সেই সঙ্গে বাংলা থ্রিলারে টাটকা হাওয়াও আনবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।