এক্সপ্লোর
Advertisement
মালাইকার যোগাসনের ভিডিও সোশ্যাল মিডিয়ায়, তারিফ সঞ্জয় কপূর, ফারহার
প্রতি সোমবারই 'মনডে মোটিভেশন' হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন। তাঁর এই ভিডিও বেশিরভাগই জিম বা তাঁর যোগাভ্যাসের হয়ে থাকে। এই ভিডিওতে তাঁকে কঠিন যোগাসন অনুশীলন করতে দেখা যায়।
নয়াদিল্লি: প্রতি সোমবারই 'মনডে মোটিভেশন' হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন মালাইকা অরোরা। তাঁর এই ভিডিও বেশিরভাগই জিম বা তাঁর যোগাভ্যাসের হয়ে থাকে। এই ভিডিওতে তাঁকে কঠিন যোগাসন অনুশীলন করতে দেখা যায়। নিয়মিত চর্চা না থাকলে এ ধরনের যোগাসন করা মুখের কথা নয়। মালাইকার এ ধরনের যোগাসনের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানান। বলিউডে তাঁর সহকর্মীরাও তাঁদের মতামত জানান। মালাইকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তাঁকে যোগাসন করতে দেখা গিয়েছে। এই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন মালাইকার বয়ফ্রেন্ড অর্জুন কপূরের কাকা সঞ্জয় কপূর ও কোরিওগ্রাফার-ডিরেক্টর ফারহা খানও।
মালাইকা তাঁর যোগাসনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, নানান চ্যালেঞ্জে ভরা এই বিশ্ব একটা অসাধারণ জায়গা।এখানে আমাদের যাত্রা আমাদের বদলে দেয়। কিন্তু একটা বিষয়ে কোনও বদল হয় না। তা হল, সামর্থ্যের প্রয়োজনীয়তা।আমার সব সময়ের মন্ত্র হল যে, আমাদের ঝুঁকতে শিখতে হবে, যাতে কখনও ভেঙে না যাই। আর আমি প্রতিদিন আমার সামর্থ্যের সীমা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
এভাবে যোগাসন অনুশীলনের ভিডিও পোস্ট করে মালাইকা তাঁর অনুরাগীদের এ ব্যাপারে অনুপ্রাণিত করেন। ভিডিওতে মালাইকার এই যোগাসন দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফারহা খান। অর্জুন কপূরের কাকা সঞ্জয় কপূরও প্রশংসা করে লিখেছেন, বাহ!!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement