জানেন কি, মল্লিকা আজকাল সময় দিচ্ছেন সমাজসেবায়ও। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছেন, শিশু পাচার সমস্যা নিয়েও সক্রিয় তিনি। এ ব্যাপারে বেশ কিছু প্রজেক্টে সামিল হয়েছেন তিনি। সব ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।
2/7
এই বেগুনি রঙা পোশাক বোধহয় মল্লিকার প্রিয়। সেজন্যই আগেও এমন পোশাকে তোলা বেশ কিছু ছবি আপলোড করেছেন।
3/7
ব্রা-হীন পোশাকে ফটোশ্যুট করিয়েছেন।
4/7
তবে মল্লিকা ক্যাপশনে লিখেছেন, তিনি পুরোপুরি ড্রেসড আপ রয়েছেন।
5/7
আরেকটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তিনি পরে আছেন ব্রা-হীন ট্রান্সপারেন্ট পোশাক।
6/7
নিজের অ্যাবস-এর ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নিজেই পরখ করে দেখছেন, কতটা মজবুত অ্যাবস হয়েছে।
7/7
মল্লিকা শেরাওয়াত আজকাল সোস্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।