কলকাতা: ফের কি বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মানালি মনীষা দে? সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই শুরু হয়েছে কানাঘুষো। শুধু বলিউড কেন, টলিউডেও এখন চুপি চুপি শুভ কাজ সেরে ফেলার রীতি রয়েছে। সেই রীতি মেনেই কী ফের বিয়ের পিঁড়িতে বসলেন মানালি? তবে তাঁর তো অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে সুখের সংসার, এই কথা সবাই জানে। তবে কী হল হঠাৎ? কাকে বিয়ে করলেন মানালি? পাত্র আর কেউ নয়, রোহন ভট্টাচার্য্য!
হ্যাঁ.. বিয়েটা হয়েছে বটে, প্রকাশ্যেও এসেছে রোহনের মানালিকে সিঁদুর পরিয়ে দেওয়ার ছবি, তবে সবটাই হয়েছে চিত্রনাট্যের খাতিরে। সান বাংলার মিউজিক্যাল শো "প্রাণের উৎসব" -এ দুজনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন। শো-এর চিত্রনাট্য অনুযায়ী রোহান মানালিকে সিঁদুর পরান এবং সেখানেই দুজনের বিয়ে হয়। সেই বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে ব্যক্তিগত জীবনে তাঁদের বিন্দুমাত্র ও প্রেমের সম্পর্ক নেই। দুজনে কেবল চিত্রনাট্যের খাতিরেই বিবাহ করেছেন।
সান বাংলার এই "প্রাণের উৎসব"-এ সান বাংলার সমস্ত ধারাবাহিকের জুটিরা তো বটেই, এছাড়াও গান গাইতে এসেছিলেন অদিতি মুন্সি, অনীক ধর, রাঘব চট্টোপাধ্যায়, প্রাঞ্জল, সমিধের মত তাবড় তাবড় সঙ্গীতশিল্পীরা। ইতিমধ্য়েই হয়ে গিয়েছে এই বিশেষ এপিসোডের শ্যুটিং। খুব তাড়াতাড়িই সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। আর সেখানেই স্পষ্ট হয়ে যাবে মানালি আর রোহনের বিয়ের যাবতীয় গল্প। আপাতত যে সমস্ত অনুরাগীরা অবাক হয়েছেন মানালি আর রোহনের বিয়েতে, তাঁদের জন্য এটুকুই জানানোর যে তাঁরা মোটেই বাস্তবে বিয়ে করেননি।
বাস্তবে মানালি যেমন অভিমুন্য়র সঙ্গে বিবাহিত, তেমনই রোহনও অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। একটি ধারাবাহিক করতে গিয়েই তাঁদের আলাপ। সেখানে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন তাঁরা। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে এই সম্পর্ক নিয়ে কখনও সরাসরি কথা বলেননি তাঁরা। তবে বিভিন্ন জায়গাতেই একসঙ্গে দেখা যায় তাঁদের। সেই থেকেই গুঞ্জন যে প্রেম করছেন রোহন আর অঙ্গনা। মানালির সঙ্গে রোহনের এই বিয়ের ছবি দেখেছেন অঙ্গনাও। তবে তিনিও বলেছেন, তিনিও জানেন এ কেবলই চিত্রনাট্যের কারণেই। গোটাটাই মিথ্যে, কেবলমাত্র পর্দার।
বাস্তবে কবে বিবাহবন্ধনে বাঁধা পড়বেন রোহন আর অঙ্গনা? এ নিয়ে দুজনেরই মুখে কুলুপ।
আরও পড়ুন: Bollywood News: কোলে এসেছে একরত্তি, ছেলের কী নাম রাখলেন বঙ্গকন্যা দেবলীনা?