কলকাতা: বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি মন্নত তাঁর অনুরাগীদের কাছে অন্যতম দ্রষ্টব্য বিষয়। মুম্বই বেড়াতে গেলে তারা মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন না, এমনটা প্রায় অবিশ্বাস্য। কারণ শাহরুখের বহু অনুরাগীই তাদের মন্নতের সামনে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অসংখ্যবার নিজেদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। তবে এবার যে খবর প্রকাশ্যে এসেছে, তা বেশ বিচলিত করছে শাহরুখের ভক্তকূলকে।             


এর ফলে দূর থেকে আসা যে ভক্তরা মন্নত লেখা নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন বলে আসছেন , তাঁরা সকলেই সেই ছবি তুলতে না পেরে ফিরে যাচ্ছেন। সেই ভক্তদের মন খারাপ। কিন্তু গেল কোথায় অমন দামী একটা নেমপ্লেট?                     


আরও পড়ুন Dev-Rukmini: 'নবদম্পতি' দেব-রুক্মিণী? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উপচে পড়ল শুভেচ্ছাবার্তা


বিশেষ সূত্র থেকে জানাযাচ্ছে, মন্নতের বাগানেই নাকি রয়েছে ২৫ লক্ষ টাকার সেই ফলক। নেমপ্লেটে বেশ কয়েকটি হিরে বসানো ছিল। তার মধ্যে থেকেই একটি হিরে নাকি খুলে পড়ে গিয়েছে। বর্তমানে সেটির সংস্কার চলছে। এই কাজ শেষ হলেই আবার যথাস্থানে টাঙানো হবে ফলক।                         


  Debjani Chatterjee Exclusive: শাশ্বত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে অভিনয়, আমার জীবনের অন্য়তম সেরা পাওনা: দেবযানী চট্টোপাধ্য়ায়


এও জানাযাচ্ছে যে, মন্নত-এর নতুন নেমপ্লেট ডিজাইন করেছেন শাহরুখ ঘরনী গৌরী খান।                     


প্রসঙ্গত, ২০১৮-এর পর ‘পাঠান’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন বলিউড বাদশা। ‘টাইগার থ্রি’ ছবিতেও সলমান খানের সঙ্গে ছোট চরিত্র অভিনয় করছেন তিনি। এছাড়াও, পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন শাহরুখ। ছবির ডাঙ্কি।