এক্সপ্লোর
Advertisement
তনুশ্রী দত্ত মেয়ে নন, ছেলে, ধর্ষণ করেছেন তাঁকে, দাবি রাখি সাওয়ান্তের
মুম্বই: তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলার পর থেকেই তাঁর ওপর খড়গহস্ত রাখি সাওয়ান্ত। এর আগে তনুশ্রীকে তিনি মিথ্যেবাদী, ড্রাগ অ্যাডিক্ট বলেছেন। আর এবার তাঁর দাবি, তনুশ্রী নাকি সমকামী, ধর্ষণ করেছেন তাঁকে। তাও এক আধবার নয়, বারবার।
গোলাপি সিল্কের শাড়িতে রীতিমতো ঘোমটা টেনে সংবাদমাধ্যমের সামনে আসেন রাখি। বলেন, তনুশ্রী কোনও মেয়ে নয়, ও ছেলে। ও বারবার আমাকে ধর্ষণ করেছে। শুধু ছেলেরাই ধর্ষণ করে না, মেয়েরাও করে। আমি ওর বাড়ি গিয়েছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এটা ১২ বছর আগের কথা। কিন্তু যেহেতু আমি মেয়েদের সম্মান করি, তাই এ নিয়ে আগে কিছু বলিনি।
রাখির আরও দাবি, চুপ করে থাকার জন্য হুঁশিয়ারি দেওয়া হয় তাঁকে। এতদিন মুখ বন্ধ রেখেছিলেন তিনি কিন্তু এখন যেহেতু তনুশ্রী বলিউডের নামে বদনাম করছেন, তাই তাঁর মনে হয়েছে, তাঁরও বলা উচিত যে তিনি অত্যাচারের শিকার। কিন্তু কে এভাবে তাঁর ওপর অত্যাচার করেছেন তা বলতে তাঁর ভয় করছে কারণ প্রাণভয় রয়েছে তাঁর। গণধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছে। পুলিশে নাকি তিনি অভিযোগও করেছেন।
রাখি বলেছেন, আদালতে তিনি জানাবেন, তনুশ্রী কীভাবে তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেন। তনুশ্রী সমকামী, তিনি রাখিকে কামনা করেন। রাখির জন্য নাকি মাথাও কামান তিনি। এত সব তিনি বলতেন না কিন্তু তনুশ্রী তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। তাই আর তাঁর পক্ষে সহ্য করা সম্ভব নয়। তনুশ্রী এক ঘুমন্ত সাপিনীকে জাগিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তনুশ্রী বলেছেন, তাঁর জায়গায় আইটেম ডান্সে রাখি সাওয়ান্তকে নেওয়া তাঁর অপমান। তাঁকে নীচু স্তরের বলার অধিকার কে দিয়েছে তাঁকে।
রাখির আরও দাবি, মি টু আন্দোলন করার জন্য টাকা পেয়েছেন তনুশ্রী। তাই তিনি বলিউডের বদনাম করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement