এক্সপ্লোর
ক্রিসমাসে কঙ্গনার শুভেচ্ছা বার্তা ঘিরেও বিতর্ক
করোনার ভয় কাটিয়ে ক্রিসমাস উৎসবে মেতে উঠেছেন তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। দেশ জুড়ে উৎসবে মেতে উঠেছেন মানুষ। পরিবারের সঙ্গে জমিয়ে ক্রিসমাস সেলিব্রেট করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে যে বার্তা দিয়েছেন তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
![ক্রিসমাসে কঙ্গনার শুভেচ্ছা বার্তা ঘিরেও বিতর্ক Merry Christmas To Only Those Who Respect All Indian Festivals, Kanganas Wish Comes With A Twist ক্রিসমাসে কঙ্গনার শুভেচ্ছা বার্তা ঘিরেও বিতর্ক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/26204155/kangana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনার ভয় কাটিয়ে ক্রিসমাস উৎসবে মেতে উঠেছেন তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। দেশ জুড়ে উৎসবে মেতে উঠেছেন মানুষ। পরিবারের সঙ্গে জমিয়ে ক্রিসমাস সেলিব্রেট করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে যে বার্তা দিয়েছেন তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অভিনেত্রী লিখেছেন, আমার ক্রিসমাস শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা ভারতের সব উৎসবকে সম্মান করেন আর গ্রহণ করেন।আমার ক্রিসমাস শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা শুধুমাত্র হিন্দু উৎসবকে নিয়ে বেছে বেছে অ্যাক্টিভিটিজম দেখান না। এরপর কঙ্গনা লিখেছেন, গতকালই প্রথম আমার বাড়িতে ভাবি এসেছিলেন। রঙ্গোলি দারুণ গাজরের হালুয়া বানিয়েছিলেন। কোলে নিয়ে বোনপো পৃথ্বীকে আদর করার ছবি শেয়ার করেছিলেন।
দিন কয়েক আগে কঙ্গনা রানাউতের আরেকটি পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল।বুধবার মেক্সিকো ভ্রমণের একটি পুরনো ছবি পোস্ট করেছিলেন তিনি। ইনস্টাগ্রামে বিকিনি পরিহিত, খোলা চুলের সেই ছবি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। মেক্সিকোর ছোট দ্বীপ টুলুমের ছবি ঘিরে ট্রোলড হন অভিনেত্রী।নিজেকে ঝাঁসির রানি বলে বিকিনি ছবি পোস্ট করছেন বলে আক্রমণ করেছিলেন নেটিজেন। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন কঙ্গনা। ট্রোলারদের প্রতি কঙ্গনার পাল্টা বার্তা, বিকালে ট্রোলারদের উদ্দেশে আরও একটি টুইট লেখেন অভিনেত্রী। কঙ্গনা লেখেন- ’’আমার বিকিনি পরা ছবি দেখে কিছু মানুষ ধর্ম ও সনাতন প্রথা নিয়ে উপদেশ দিচ্ছেন। মা ভৈরবী কখনও মাথার চুল খুলে, বস্ত্রহীন হয়ে রক্তপান করা অবতারে সামনে চলে আসেন, তা হলে আপনাদের কী হবে? আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ধর্মের পথে চলতে শিখুন, ধর্মের ঠিকাদার হতে যাবেন না।
![ক্রিসমাসে কঙ্গনার শুভেচ্ছা বার্তা ঘিরেও বিতর্ক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/26204142/kangana-1-221x300.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)