এক্সপ্লোর
Advertisement
Mithun Chakraborty : খাবারে বিষক্রিয়া, জানালেন পরিচালক, সেটে আচমকা অসু্স্থ মিঠুন
শনিবার ওই সিকোয়েন্স শেষ করে তবেই সেট ছাড়েন মিঠুন চক্রবর্তী। এরপর সেদিনের মতো শ্যুটিং প্যাক হয়ে যায়। তবে রবিবার সকালে সেটে হাজির ছিলেন মিঠুন। সেটে এসেই মিঠুন জানিয়ে দেন, আগের দিনের বাকি থাকা অংশ শ্যুট করার মতো মানসিক প্রস্তুতি নিয়েই তিনি সেটে এসেছেন।মিঠুন চক্রবর্তী যে কাজের প্রতি কতটা দায়বদ্ধতা তার এই আচরণ তা বলে দেয়।
মুসৌরি: দ্য কাশ্মীর ফাইল ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এতটাই অসু্স্থ বোধ করেন অভিনেতা যে, সেদিনের মতো শ্যুটিং বন্ধ করে দিতে হয়।
মুসৌরিতে নভেম্বর থেকে শ্যুটিং শুরু হয়েছে দ্য কাশ্মীর ফাইলস ছবির। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শনিবার ছিল আউটডোর। আউটডোর শ্যুটিং চলাকালীন আচমকা অসু্স্থ বোধ করতে থাকেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইউনিটের সকলে তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিচালকও তৎক্ষণাৎ প্যাক আপ করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু শ্যুটিং বন্ধ করতে প্রথমটায় একদমই রাজি হননি মিঠুন। সূত্রের খবর মিঠুন বারবার বলতে থাকেন কষ্ট হলেও তিনি তাঁর সিকোয়েন্সটা শেষ করতে চান। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কথায়, একটা বড় মাপের অ্যাকশন সিকোয়েন্স ছিল। যার সবটাই মিঠুন স্যরকে ঘিরে। কিন্তু খাবারে বিষক্রিয়ার ফলে তিনি আচমকাই খুব অসুস্থ বোধ করেন। খানিকটা বিশ্রাম নিয়ে সিকোয়েন্সের শ্যুটিং সম্পূর্ণ করেন। পরিচালকের কথায়, ’’ মিঠুন চক্রবর্তী আমায় বলেছেন তাঁর চার দশকের বেশি দীর্ঘ ফিল্ম কেরিয়ারে এমনটা কখনও হয়নি। অসুস্থতার জন্য শ্যুটিং বাতিল করার কথা তিনি ভাবতেই পারেন না।‘‘
শনিবার ওই সিকোয়েন্স শেষ করে তবেই সেট ছাড়েন মিঠুন চক্রবর্তী। এরপর সেদিনের মতো শ্যুটিং প্যাক হয়ে যায়। তবে রবিবার সকালে সেটে হাজির ছিলেন মিঠুন। সেটে এসেই মিঠুন জানিয়ে দেন, আগের দিনের বাকি থাকা অংশ শ্যুট করার মতো মানসিক প্রস্তুতি নিয়েই তিনি সেটে এসেছেন।মিঠুন চক্রবর্তী যে কাজের প্রতি কতটা দায়বদ্ধতা তার এই আচরণ তা বলে দেয়।
সম্প্রতি ছোট পরদাতেও ফিরেছেন মিঠুন। বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো, ডান্স ডান্স জুনিয়র সিজন ২ –তে রয়েছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মিঠুন চক্রবর্তীর নাচের একটি দৃশ্যও। সেই টেলিভিশন শো-এ বিচারকের ভূমিকায় ছিলেন তিনি। বৃদ্ধ সেজে এই বয়সেও তাঁর নাচ মন কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের। তিনি যে ’ডিস্কো ড্যান্সার‘।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement