কলকাতা: আজ 'মহাগুরু'-র জন্মদিন। 'ডান্স বাংলা ডান্স' (dance Bangla Dance)-এর মঞ্চে তাই আয়োজিত হবে বিশেষ এক পর্ব। আগামীকাল, অর্থাৎ শনিবার ২ ঘণ্টার বিশেষ এপিসোডে শ্রদ্ধা জানানো হবে 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে।প্রতিযোগী থেকে শুরু করে সঞ্চালকেরা, সবাই নাচের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন অভিনেতাকে।
খুদে হামটি সাজবে 'মহাগুরু' ও যোগীতা বালি সাজবে দিপান্বিতা। প্রতিযোগীরা পারফর্ম করবে মিঠুন চক্রবর্তীরই গানে। মঞ্চে উপস্থিত থাকবেন মীর আফসর আলি (Mir Afsar Ali) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। প্রত্যেক প্রতিযোগীই দুর্দান্ত পারফরমেন্সে মন জয় করে সবার। স্নেহাশ্রিতা ও দিশা ও প্রিয়ঙ্কার পারফরমেন্স আলাদা করে নজর কাড়ে। এদিন মঞ্চে হাজির ছিলেন মিঠুনের প্রথম ছবির নায়িকা মমতাশঙ্করও। মঞ্চে নাচ দেখিতে মাতিয়ে দেন তাঁর পুত্রবধূ। সব মিলিয়ে নাচে গানে জমে ওঠে মঞ্চ।
১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা। এল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। এরপর হিন্দিতে 'দো অঞ্জানে' , 'ফুল খিলে হ্যায় গুলসন গুলসন'-এর মতো ছবিতে কাজ করেছেন মিঠুন, তবে মুখ্যভূমিকায় নয়। সহজ হয়নি কেরিয়ারের প্রথম দিকটা। মুখ্যচরিত্র না পেয়ে কার্যত হারিয়ে যেতে বসেছিলেন মিঠুন।
এরপরে, তাঁকে খ্যাতির আলোয় নিয়ে এল 'ডিস্কো ডান্সার' (Disco Dancer) ছবিটি। শুধু অভিনয় নয়, মিঠুন পরিচিত হলেন এক দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেও। এরপর একাধিক ছবিতে নিজের অভিনয় ও নাচের দক্ষতার পরিচয় দিয়েছেন মিঠুন। একাধিক রোম্যান্টিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা ও হিন্দি ছাড়াও অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন মিঠুন।
কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন মিঠুন চক্রবর্তী। এরপর তিনি পড়াশোনা করতে চলে যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (film and television institute of india)-তে। কলেজে পড়ার সময় থেকেই নকশাল আন্দোলনের অংশ হয়ে উঠেছিলেন মিঠুন। কিন্তু সেসময়ে মিঠুনের পরিবারে হঠাৎই একটা কঠিন সময়ের মধ্যে এসে পড়ে। মিঠুনের দাদা হঠাৎ মারা যান। সংসারের হাল ধরতে, আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে আসতে হয় মিঠুনকে। সেসময়ে তাঁরও জীবনের ঝুঁকি ছিল। ধীরে ধীরে মিঠুনের জীবন মোড় নেয় অন্যদিকে। অনেকেই হয়তো জানেন না, মিঠুন অভিনয় ও নাচের পাশাপাশি মার্শাল আর্টেও পারদর্শী।
আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ
আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন