কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী-অভিনেত্রী মোনালি ঠাকুরের (Monali Thakur) মা। লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন শিল্পীর মা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পরিবারের মানুষদের বলা হয়েছিল, লাইভ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়ার অনুমতি দিতে। এরপরে, শুক্রবারই প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর মা। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছেন মোনালির দিদি মেহুল। 


এর আগে, মায়ের অসুস্থতা নিয়ে, একটি লম্বা পোস্ট করেছিলেন মোনালি। সেখানে তিনি লিখেছিলেন, 'কী করে নিজেকে সামলাব? জানি না কীভাবে এই কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করব। এই শূন্যতা। হয়তো মা খুব ক্লান্ত, হয়তো বা নয়। মা চেষ্টা করেছিল। লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়া একটা ভীষণ কঠিন সিদ্ধান্ত। সবকিছু বড় ফাঁকা লাগছে। কঠিন লাগছে। মা আমাদের শেখায়নি কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। যেখানে কোনও কিছুই কাজে লাগছে না, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। কী করব.. কোথায় যাব? তোমায় ছাড়া জীবনে বাঁচব কীভাবে এটাই তো ভাবতে পারছি না। মা শান্তি পাক.. আর আমি পাই শক্তি। ভেঙে পড়ছি, চুপ থাকতে পারছি না আর। আমার শিকড়, আমার প্রতিষ্ঠান। আমার তো সবকিছুই মা।'


আজ সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন মেহুল গোস্বামী ঠাকুর। লিখেছেন, 'শিকল ছিঁড়ে গিয়েছে। অবশেষে কষ্টের অবসান। ২.১০ মিনিটে মা স্থির হয়ে গেলেন।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন। মায়ের মৃত্যুর আগেরদিন সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেও, আজ মায়ের মৃত্যু নিয়ে কোনও পোস্ট বা কোনও মন্তব্য করেননি শোকস্তব্ধ সঙ্গীতশিল্পী।


এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঙ্গীতশিল্পীর মাকে। তাঁর কিডনির সমস্যা ছিল। কাজ করছিল না দুটি কিডনি। ডায়ালিসিস করতে হয়েছিল তাঁর। অক্সিজেন লেভেলও ওঠানামা করছিল তাঁর। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। এর আগেই, মায়ের জন্য শান্তি প্রার্থনা করেছিলেন মোনালি ঠাকুর। চিকিৎসকেরা জবাব দিয়ে দেওয়ার পরেই তিনি ভেঙে পড়েছিলেন। আজ শিল্পীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


 



আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: নজরই পড়ল না হাতের প্লাস্টারে, কালো-সোনালি গাউনে কানের রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য্য


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।