নয়াদিল্লি: মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan)। প্রেক্ষাগৃহের অন্দরেই উৎসবের মরশুম। অনুরাগীদের হুল্লোড়ের একাধিক ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল (viral)। কিন্তু এরই মধ্যে নজর কেড়েছে আরও একটি ভাইরাল ভিডিও। কিং খানের একদল অনুরাগী প্রেক্ষাগৃহে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা অত্যন্ত বিরল। এমনকী 'রিফান্ড'ও (refund) চাইছেন তাঁরা। কিন্তু কী এমন ঘটেছে?
'জওয়ান' দেখতে গিয়ে 'আশাহত' অনুরাগীরা, চাইছেন রিফান্ড!
প্রেক্ষাগৃহ ভর্তি, শুরু হবে অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবি। কিন্তু এমন কাণ্ড ঘটবে তা কোন দর্শক আর বুঝেছিলেন। ইন্টারমিশনের আগেই সেখানে দেখিয়ে দেওয়া হল ছবির দ্বিতীয় ভাগ। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে, লন্ডনের এক প্রেক্ষাগৃহে।
মেকআপ আর্টিস্ট সহর রশিদ একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেদিন তিনি 'জওয়ান' দেখতে গেছেন সেদিনের প্রথম থেকেই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। কিন্তু হল থেকে বেরিয়েই তাঁর প্রতিক্রিয়া, এমন অভিজ্ঞতা তাঁর জীবনে কখনও হয়নি। তাঁর কথায় জানা যায়, ছবির দ্বিতীয় ভাগ, অর্থাৎ ক্লাইম্যাক্স থেকেই দেখানো শুরু হয়েছে ছবি। ফিল্মের প্রথম অংশ চালানোই হয়নি প্রেক্ষাগৃহের তরফে।
সহরকে তাঁর ভিডিওয় বলতে শোনা যায়, যে গোটা ছবিটা নাকি ১ ঘণ্টা ১০ মিনিটে শেষ হয়ে গিয়েছে। দর্শক তখন অবাক যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর, ভিলেন দমন হয়ে যাওয়ার পর কেন ইন্টারমিশন? ঘটনা বুঝতে পেরে দর্শক তখন পৌঁছন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের কাছে। টিকিটের টাকা ফেরত দিতে বলেন তাঁরা। সহর ভিডিওটি পোস্ট করে লেখেন, 'ট্রোল হয়ে গেলাম! দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, বহু বছর পর প্রেক্ষাগৃহে এসআরকে-র সিনেমা দেখতে গেলাম আর কী হল সেখানে।' এরপর তিনি ওই প্রেক্ষাগৃহে অফিসিয়াল পেজ ট্যাগ করে লেখেন, 'তোমাদের শুধু টিকিটের দাম ফেরত দেওয়াই উচিত নয়, বরং গোটা বছরের টিকিটের দাম ফেরানো উচিত আমার স্বপ্নের অভিনেতার ছবি এভাবে নষ্ট করার জন্য। শাহরুখ খান, যদি আপনি দেখতেন যে আপনার অনুরাগীদের সঙ্গে কী হল!'
আরও পড়ুন: Parineeti-Raghav: ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশন পার্টি পরিণীতি-রাঘবের, ফাঁস আমন্ত্রণ পত্র
৯ সেপ্টেম্বর এই ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মজা করেছেন যেমন, তেমনই অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। একজন লেখেন, 'রিফান্ড পেলেও, ওঁরা তবুও এসআরকের ছবি নষ্ট করে দিল আপনার জন্য।'
উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি দেশে ৩০০ কোটির ব্যবসা পার করেছে এবং বিশ্বজুড়ে ৬০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial