Parineeti-Raghav: ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশন পার্টি পরিণীতি-রাঘবের, ফাঁস আমন্ত্রণ পত্র

Wedding Reception: সূত্রের খবর, আপ নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হবে রাজকীয় ঢঙে পাঞ্জাবী মতে, ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বরে, 'দ্য ওবেরয় উদয়বিলাস'-এর 'লীলা প্যালেস'-এ। 

Continues below advertisement

নয়াদিল্লি: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) সাত পাকে বাঁধা পড়বেন উদয়পুরে (Udaipur), ২৩ ও ২৪ সেপ্টেম্বর। এবার প্রকাশ্যে এল, তারকা বিয়ের রিসেপশন পার্টির (Reception Party) আমন্ত্রণ পত্র। ভাইরাল হল সেই ছবি। শোনা যাচ্ছে রিসেপশন পার্টির দিন স্থির হয়েছে ৩০ সেপ্টেম্বর। 

Continues below advertisement

৩০ সেপ্টেম্বর রিসেপশন পরিণীতি-রাঘবের, ভাইরাল, আমন্ত্রণ পত্র

চণ্ডীগড়ের তাজ হোটেলে ৩০ সেপ্টেম্বর রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা জুটি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। হবু দম্পতি যদিও এই বিয়ের আসর গোপন রাখারই চেষ্টা করেছেন। তবে যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে আইভরি রঙের এক আমন্ত্রণ পত্র। 

আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, 'অলকা ও সুনীল চাড্ডা, রাঘব চাড্ডার অভিভাবক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তাঁদের ছেলে রাঘব ও পরিণীতি, রীনা ও পবন চোপড়ার মেয়ের রিসেপশন লাঞ্চে, ৩০ সেপ্টেম্বর ২০২৩, তাজ চণ্ডীগড়ে।'

সূত্রের খবর, আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে হবে রাজকীয় ঢঙে পাঞ্জাবী মতে, ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বরে, 'দ্য ওবেরয় উদয়বিলাস'-এর 'লীলা প্যালেস'-এ। 

প্রাথমিকভাবে সূত্রের খবর, অনুষ্ঠানে হাজির থাকবেন ২০০ জন অতিথি। এঁদের মধ্যে ৫০ জনেরও বেশি থাকবেন ভিভিআইপি অতিথি। একজন কেন্দ্রীয় নেতা, অপর জন তারকা অভিনেত্রী, তাঁদের বিয়েতে ভিআইরি গেস্ট থাকবেন, তা বলাই বাহুল্য। অতিথিদের তালিকায় খুব স্বাভাবিকভাবেই নাম আছে আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এবং পঞ্জাবের ভগবন্ত মানের। 

পরিণীতি চোপড়ার তুতো দিদি, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, তাঁর বর ও তারকা গায়ক নিক জোনাস এবং তাঁদের মেয়ে মালতীও উপস্থিত থাকবেন বিয়েতে। 

সূত্রের খবর, তারকাদ্বয় দুটি রিসেপশন পার্টির আয়োজন করেছেন। একটি গুরুগ্রামে, অপরটি চণ্ডীগড়ে। বিয়ের আগের অনুষ্ঠান শুরু হবে ২৩ সেপ্টেম্বর, ঘনিষ্ঠ সূত্রে খবর। 

আরও পড়ুন: The Vaccine War Trailer: ভারতের 'দেশীয়' টিকা আবিষ্কারের গল্প এবার বড়পর্দায়, প্রকাশ্যে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ট্রেলার

চলতি বছরের শুরুর দিকে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা বড় অনুষ্ঠানের মাধ্যমে আংটি বদল সারেন দিল্লিতে। রাজধানীর কনট প্লেসে কপূরথালা হাউজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, মণীশ মলহোত্র, কর্ণ জোহর, সানিয়া মির্জার মতো তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

Continues below advertisement
Sponsored Links by Taboola