মুম্বই : পর্নোগ্রাফি মামলা জামিন পেলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। রাজ কুন্দ্রার পাশাপাশি এদিন রায়ান থর্পের জামিনের আবেদনও মঞ্জুর করেছে আদালত।




আরও পড়ুন - Shilpa Shetty Update: রাজ কুন্দ্রা বিতর্কের পর এই প্রথম জনসমক্ষে শিল্পা শেট্টি?


আরও পড়ুন - Raj Kundras Case: 'অশ্লীল ছবি নয়, ওয়েব সিরিজ বানাতেন রাজ কুন্দ্রা', দাবি আইনজীবীর


অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। গত ১৯ জুলাই তাঁর পাশাপাশি এই মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।  


আরও পড়ুন - Raj Kundra Arrest: পর্ন ছবি থেকে টাকা রোজগার করে অনলাইন সাট্টা খেলতেন রাজ কুন্দ্রা, খবর মুম্বই পুলিশ সূত্রে


আরও পড়ুন - Raj Kundra Arrest Update: 'বলিউডের অন্ধকার দিক ছবিতে তুলে ধরব', রাজ কুন্দ্রা গ্রেফতারিতে সরব কঙ্গনা


অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলেছে গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের একটি দল। যদিও রাজ কুন্দ্রার আইনজীবী জানিয়েছিলেন যে, পর্ন নয়, ওয়েব সিরিজের শ্যুটিং করতেন রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির স্বামীর আইনজীবী আবাদ পণ্ডার বয়ান অনুযায়ী, ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারার আওতায় পড়েন না রাজ। কারণ শারীরিক সম্পর্ক নাহলে সেটাকে পর্ণোগ্রাফি বলা যায় না। অশ্লীল ছবি বলা যেতে পারে।




প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে। কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে তাঁর স্বামীর পর্নোগ্রাফি মামলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানিয়ে দেন যে, তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই রাজ কী করছেন, তাঁর জানা নেই।