কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বাবুল সুপ্রিয়। দলনেত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুল। গাইলেন গানও। 


নিজেই গাড়ি চালিয়ে সোমবার দুপুরে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে নবান্নে আসেন বাবুল। তার কিছুক্ষণের মধ্যেই নবান্নে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 


প্রায় আধ ঘণ্টা নবান্নে ছিলেন আসানসোলের সাংসদ। তৃণমূলে আসার পর, তাঁকে কী দায়িত্ব দেওয়া হবে, সোমবার দুপুরেও সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন বাবুল। 


সাক্ষাতের পর বেরিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন, ‘মমতার সঙ্গে কথা বলে আমি খুশি, দেখা করে আপ্লুত। যা দায়িত্ব ওঁরা দেবেন, আমি পালন করব।’


শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। এদিন বাবুল বলেন, ‘সুযোগ দেওয়ার জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কৃতজ্ঞ।’


বাবুল বলেন, কী ভূমিকা দেওয়া হবে, তা দিদির পেরোগেটিভ। এনিয়ে কিছু বলার আমার এক্তিয়ার নেই। দিদি বলেছেন, পুজোর সময় এই গান করো। মনে হয় মন খুলে কাজ করতে পারব, আর মন খুলে গান গাইতে পারব।


ঝালমুড়ি-রাজনীতি নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বলেন, দিদি বলেছেন, মুড়ি খেলে ওজন বাড়ে, গ্রামের মুড়ি খাওয়া উপকারি। এখনকার মুমুচে মুড়িতে ইউরিয়া থাকে, আমাকে খেতে বারন করেছেন, ছোট চালের মুড়ি কিনতে হবে, উনি বলেছেন।


কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করার বিষয়ে তৃণমূল নেতা বলেন, ৭ জুলাই সিকিউরিটি ছেড়ে দিয়েছি, সিআইএসএফ কে চিঠি দিয়েছি। তাই স্বরাষ্ট্রমন্ত্রক যে বলছে, জেড থেকে ওয়াই করা হয়েছে, এটা ঠিক নয়। 


তৃণমূলে যোগ দেওয়ার পরই, আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলে বাবুল। বুধবার, লোকসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন তিনি। বললেন, বুধবার স্পিকারের কাছে সময় চেয়েছি, এমপি পদ থেকে ইস্তফা দেব।


সব মিলিয়ে, বাবুলের তৃণমূলের যোগদানের পর থেকেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ।


আরও পড়ুন: ‘সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, মমতার জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই’, বললেন বাবুল সুপ্রিয়


আরও পড়ুন: ‘খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি, মমতা-অভিষেককে ধন্যবাদ প্রথম একাদশে রাখায়’, মন্তব্য বাবুল সুপ্রিয়র