নয়াদিল্লি: গত শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। এরপরই 'প্রতারক'-দের নিয়ে একটি ট্যুইট করেন অপর অভিনেতা সিদ্ধার্থ। অনুরাগীরা এর মধ্যে গোপন অর্থ খুঁজে পাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের আগে প্রায় আড়াই বছর সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ ও সামান্থা। 


সিদ্ধার্থ শনিবারই একটি ট্যুইট করেন। সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'স্কুলে শিক্ষকদের কাছে শেখা প্রথম পাঠগুলির অন্যতম... 'প্রতারকরা কখনও সমৃদ্ধ হয় না'। আপনারা কী শিখেছিলেন?'


 






জল্পনা অনুযায়ী, ২০১৩ সালে সিদ্ধার্থ ও সামান্থা সম্পর্কে ছিলেন। যদিও তাঁদের কেউই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। সেই রেশ ধরেই অনুরাগীদের প্রশ্ন তাহলে এমন ট্যুইটে কি সিদ্ধার্থ পরোক্ষে সামান্থাকেই বিঁধলেন? যদিও ট্যুইটে তিনি কারও নাম করেননি, কিন্তু নেটাগরিকরা সমালোচনা করতে ছাড়েননি। বিভিন্ন তির্যক মন্তব্যও ধেয়ে এসেছে সিদ্ধার্থের দিকে।


শনিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৪ বছরের বিবাহিত সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি ও অভিনেতা নাগা চৈতন্য। আর তারপরেই ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের নাম বদলে দেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নিজের সমস্ত হ্যান্ডলে সামান্থা আক্কিনেনি থেকে বদলে 'এস' করেছিলেন, মানে নিজের নামের আদ্যক্ষর কেবল। সেই থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরার গুজব শুরু হয়। এরপর অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে ফের বদলে ফেললেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের নাম। 'এস' থেকে ফের নাম বদলে করলেন সামান্থা। 


আরও পড়ুন: Mumbai Cruise Drug Bust: ছেলে ৪ বছর ধরে মাদক নিচ্ছে, জানতেন শাহরুখ-গৌরী? দাবি এনসিবি সূত্রে