National Film Awards 2023: ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Award)। বৃহস্পতিবার ঘোষণা হল বিজয়ীদের নাম। আর সেখানেই সেরা অভিনেতা (Best Actor) পুরস্কার জিতে নিয়েছেন অল্লু অর্জুন (Allu Arjun)। 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise) ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। রিলিজের পর থেকেই হইচই ফেলে দিয়েছিল এই সিনেমা। অল্লু অর্জুনের লুকস থেকে অভিনয়, দর্শকদের মন জয় করেছিল সবই। সেই সঙ্গে সাড়া জাগিয়েছিল ছবির গান। বিশেষ করে 'শ্রীবল্লি' গানে অল্লু অর্জুন ওরফে 'পুষ্পা'- র ওই কাঁধ ঝুঁকিয়ে পা টেনে হাঁটার স্টাইলের সঙ্গে এখন দেশ-বিদেশের সিনেমাপ্রেমীরা পরিচিত।


বলিউডে নাচের 'হুক স্টেপ' বরাবরই জনপ্রিয় হয়। তবে 'শ্রীবল্লি' গানে অল্লু অর্জুনের ওই হুক স্টেপ যেন সাম্প্রতিককালের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। সিনেমা রিলিজের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই গানের সঙ্গে রিল তৈরি করার ট্রেন্ড দেখা গিয়েছিল। সেখানে তারকা থেকে আমজনতা, নাচের ছন্দে তাল মেলাতে দেখা গিয়েছিল অনেককেই। এমনকি বিদেশের মাটিতেও বেশ দাপিয়ে ব্যাটিং করেছিল 'পুষ্পা'-র স্টাইল। অল্লু অর্জুন ছাড়াও এই ছবিতে অতি অবশ্যই নজর একড়েছেন মলয়ালি অভিনেতা ফাহাদ ফসিল এবং দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মান্দানা। আর সব শেষে এই ছবির জনপ্রিয় আইটেম সং 'উ আন্টাভা' এবং সেখানে সামান্থার নাচের কথা না বললেই নয়। 


আসছে পুষ্পা ২- দ্য রুল 


চলতি মাসের শুরুতেই 'পুষ্পা দ্য রাইজ' ছবির আর এক অভিনেতা ফাহাদ ফসিলের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল 'পুষ্পা ২'- এ তাঁর লুক। তার আগেই প্রকাশ্যে এসেছিল সিক্যুয়েলে অল্লু অর্জুনের লুক। অল্লু অর্জুন তো বটেই, ফাহাদ ফাসিলও অপর একটি কারণ যাঁর জন্য 'পুষ্পা ২'-এর অপেক্ষায় দর্শক। 'পুষ্পা ২ দ্য রুল' ছবির পরিচালক সুকুমার, অভিনয়ে অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না ও ফাহাদ ফাসিল। 'মৈত্রেয়ী মুভি মেকার্স' ও 'মুত্তমসেট্টি মিডিয়া'র প্রযোজনায় আসছে এই ছবি। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ইতিমধ্যেই অবশ্য প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার, যা দেখে মুগ্ধ দর্শকমহল। 'পুষ্পা দ্য রুল'- এ যে ভরপুর বিনোদন পেতে চলছেন দর্শকরা তার আভাস পাওয়াই গিয়েছে ওই টিজারে।


আরও পড়ুন- পর্দায় নারীশক্তির উদযাপন, সেরার সম্মান পেলেন আলিয়া-কৃতী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial