কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে সঙ্গীতশিল্পী নেহা কক্করের (Neha Kakkad)-এর। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার ও করে নিয়েছেন জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি। আর সেগুলি দেখেই অনুরাগীদের ভ্রুকুটি। নেহার পাশে অবাকভাবে নেই স্বামী রোহনপ্রীত সিংহ (Rohanpreet Singh)!


২০২০ সালে বিয়ে হয় নেহা ও রোহনপ্রীতের। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি ভালবাসা উজাড় করা লেখা, ছবি শেয়ার করে নেন নেহা। সমস্ত উদযাপন, ছুটি কাটানো, সবেতেই পাশাপাশি দেখা যেত এই যুগলকে। কিন্তু হঠাৎ কী ছন্দপতন? যে রোহনপ্রীত নেহার জন্মদিনে নিয়ে আসতেন কেক, দামি দামি উপহার... বছর ঘুরতে নেহার পাশ থেকে কার্যত উধাও তিনি!


অনুরাগীদের অবশ্য নজর এড়ায়নি এই পরিবর্তন। অনেকে কমেন্টবক্সে রোহনপ্রীতের কথা জানতে চাইলেও সে নিয়ে কোনও উত্তর দেননি সঙ্গীতশিল্পী। নেহার জন্মদিনে উপস্থিত ছিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচল। পরিবারের সবাই মিলে এদিন জন্মদিন পালনে মাতলেও, ছিলেন না রোহনপ্রীত। 


শুধু অনুপস্থিতিই নয়, সোশ্যাল মিডিয়াতেও নেহার জন্মদিনে কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি রোহনপ্রীত। এমনকি তাঁর শেয়ার করা কোনও ছবিতেই রিয়্যাক্ট করেননি কোনওরকম। ২০২০ সালে প্রেম করেই বিয়ে নেহা আর রোহনপ্রীত। পেশায় রোহনপ্রীতও সঙ্গীতশিল্পী, বয়সে নেহার থেকে ৮ বছরের ছোট। তবে একে অপরকে দেখামাত্রই নাকি প্রেমে পড়ে গিয়েছিলেন তাঁরা। 


 






এরপর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যেত তাঁদের সমীকরণের ছবি। এমনকি রোহনপ্রীতের একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল নেহাকে। সেই ভিডিও দেখে অনেকে বলেছিলেন, নেহা নাকি অন্তঃসত্তা। সেই জল্পনা উড়িয়ে দিয়ে নেহা জানান, এখনই তাঁদের সন্তানের পরিকল্পনা নেই। একসঙ্গে জীবন উপভোগ করতে চান তাঁরা। তবে সদ্য রোহনপ্রীতের নিস্তব্ধতা, নেহার জন্মদিনে অনুপস্থিতি যেন গুঞ্জন বাড়াচ্ছে এই দুই জুটির মধ্যের ভাঙনের। তবে সত্যিটা একমাত্র জানেন যুগলই। সম্পর্ক নিয়ে এখনও অবশ্য মুখে কুলুপ এঁকেছেন তাঁরা। 


 






আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?


আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?