কলকাতা: জি বাংলায় শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক। তবে একেবারে নতুন বাংলা ধারাবাহিক নয়, অন্য ভাষার ধারাবাহিক ডাবিং করে বাংলায় চালানো হবে। বর্তমানে ধারাবাহিকের খুব সময় পর্যন্ত চলা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। কেবল জি বাংলা নয়, একাধিক ধারাবাহিক কম সময়ে বন্ধ হয়ে যাচ্ছে। 'অষ্টমী'-র মতো বিগ বাজেট ধারাবাহিকও বন্ধ হয়ে গিয়েছিল মাত্র ৮ সপ্তাহে। তাই কি এবার এই নতুন পন্থা নিচ্ছে নির্মাতা সংস্থাগুলি? 


২২ তারিখ থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন দুটি ধারাবাহিক। 'বিধিলিপি' ও  'লুকোচুরি'। এই ধারাবাহিক দুটি অন্য ভাষায় হলেও, বাংলা দর্শকদের কাছে তা একেবারেই নতুন। চ্যানেলের নির্মাতাদের আশা, দর্শকদের অবশ্যই এই দুটি ধারাবাহিক ভাল লাগবে। এবার নজর রাখা যাক এই দুটি ধারাবাহিকের গল্পের দিকে। ধারাবাহিক 'বিধিলিপি' -র গল্প অয়ন্না বলে একটি মেয়েকে নিয়ে। সে বড় হয়েছে বিদেশে। পড়াশোনাও করেছে সেখানেই। এহেন অয়ন্না থাকতে আসে জানকির সঙ্গে। জানকি সম্পর্কে অয়ন্নার মাসি হন।জানকি ভীষণ গোঁড়া একটি পরিবারে থেকে বড় হয়েছে। তাঁর ভাবনাচিন্তাতেও গোঁড়ামি রয়েছে। অয়ন্নার জীবনধারা কিছুতেই মেনে নিতে চান না জানকি। দুজনেই কি কাছাকাছি আসবে কিছুটা বদলে গিয়ে নাকি কখনও মিল হবেই না অয়ন্না আর জানকির। এই গল্প নিয়েই আসছে ধারাবাহিক 'বিধিলিপি'। 


অপর ধারাবাহিক একটি ত্রিকোণ প্রেমের গল্প। নাম 'লুকোচুরি'। এই গল্পে রাঘব আর রাধিকাকে নিয়ে। তাঁরা চাকরির সূত্রে একটি ছোট শহর থেকে চলে আসে একটি বড় শহরে। রাধিকার দৃঢ় বিশ্বাস, তাঁর স্বামী কখনও তাঁকে ঠকাবেন না। তবে এই সুযোগেই সনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাধিকার। কিন্তু 'কাহানি মে ট্যুইস্ট হ্যায়'.. রাঘবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক হয় রাধিকা আর সনিয়া। কীভাবে তাঁরা দুজন শিক্ষা দেবেন রাঘবকে, সেই নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। 


 






আরও পড়ুন: Ali Fazal-Richa Chadha: গোলাপের সুঘ্রাণ জীবনে, মা হলেন রিচা, সুখবর দিলেন দু'দিন পর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।