কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ সামলে রাজ্যজুড়ে খানিক শিথিল হয়েছে বিধিনিষেধ। এই আবহেই মুক্তি পাচ্ছে পরিচালক শৌভিক দে-এর ছবি '৬০-এর পরে'। মূলত সাসপেন্স থ্রিলার ঘরানার ছবিটিতে একাধিক চরিত্রে দেখা যাবে বিভিন্ন টলি তারকাকে। এক তরুণের সন্তান ও স্ত্রী হারানোর গল্প উঠে আসবে ছবিতে। 


হিন্দি বায়োপিক 'ম্যায় মুলায়ম' ও 'চেস নো মার্সি টু ক্রাইম'-এর পর এম এস ফিল্মস এবং মীনা শেঠি মণ্ডল তাঁদের তৃতীয় ছবি নিয়ে হাজির হচ্ছেন। '৬০-এর পরে' ছবি দিয়েই তাঁদের বাংলা সিনে জগতে পথচলা শুরু এমনকী পরিচালক শৌভিক দে-এরও এটি প্রথম ছবি। '৬০-এর পরে' ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অমিত শেট্টি, রূপাঞ্জনা মিত্র, জয় বদলানি এবং আরও অনেককে। 


আরও পড়ুন: যশকে 'কলকাতার সবচেয়ে সুন্দর দেখতে অভিনেতা'-এর তকমা রোহিত রায়ের


এই সাসপেন্স থ্রিলার ড্রামায় দর্শকেরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন চমক পেতে থাকবেন বলে জানাচ্ছেন নির্মাতারা। ছবির মূল প্লট আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে। বাড়ির অমতে বিয়ে করেন এক তরুণ-তরুণী যুগল। নিজেদের ছোট সংসারে বেশ সুখেই কাটছিল দিন। হঠাৎই ঝড় নেমে আসে সোনার সংসারে, তছনছ করে দেয় সবকিছু। এক রাতে আচমকা প্রসব বেদনা উঠলে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই তরুণ, কিন্তু বাঁচানো যায়নি সদ্যোজাতকে। সেই দুঃখে হার্টফেল করে মারা যান স্ত্রী। স্ত্রী-সন্তান দুজনকেই হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন স্বামীও।


এর তিন বছর পর আচমকা গোটা শহর জুড়ে শুরু হয় হত্যালীলা। একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। এবং এই খুনের রহস্যের কিনারা করতে গিয়ে হিমশিম খেতে থাকে পুলিশবাহিনীও। রহস্য উদঘাটন করতে ডাকা হয় গোয়েন্দাদের। পরতে পরতে রহস্যে মোড়া থ্রিলার '৬০-এর পরে' খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ছবির পোস্টারও বেশ নজরকাড়া। এক লাল মুখাবয়ব দেখা যাচ্ছে পোস্টারে, যার ওপর কলকাতার নানা জায়গার ছবি। এখন এই ছবি দর্শকদের মনে কতটা সাড়া জাগাতে পারে সেটাই দেখার অপেক্ষা। আপাতত পুরোদমে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।