কলকাতা: ফের বড়পর্দায় দেখা মিলবে ভূতের রাজার। আর এবার সেই ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandypadhyay)। আসছে পরিচালক প্রীতম সরকারের (Pritam Sarkar) 'সৎ ভূত অদ্ভুত' (Shoth Bhoot Odbhoot)। অভিনয়ে একাধিক পরিচিত মুখ।
আসছে 'সৎ ভূত অদ্ভুত'
পরিচালক প্রীতম সরকারের হাত ধরে আসছে 'সৎ ভূত অদ্ভুত'। এই সিনেমায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukhopadhyay), পার্থ সারথি (Partha Sarathi), প্রসূন গাইন (Prasun Gain), রাজু মজুমদার (Raju Majumdar), পূজা সরকার (Pooja Sarkar), ইভলিনা চক্রবর্তী (Evelina Chakraborty) সহ আরও অনেক পরিচিত মুখকে।
ছবির ঘোষণা করেন পরিচালক গত ২২ এপ্রিল। গল্পটির প্রেক্ষাপট মূলত আবর্তিত হয়েছে দুই বন্ধুকে ঘিরে। দুই বন্ধুর নাম বিল্টু আর রানা। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। কিন্তু এমন কাজে ঝুঁকি তো আছেই। যে কোনও সময়ে ধরা পড়তে পারে। আর ঠিক হলও তাই।
এসব বেআইনি কাজ করতে করতে একদিন তারা ধরা পড়ে যায় এবং বেধড়ক মার খায়। অবশেষে, প্রচণ্ড মারধর খেয়ে ঘন জঙ্গলে সেই অবস্থায় তারা চলে যায়। এরপরেই তাদের মাথায় আসে এক অদ্ভুত বুদ্ধি। ঠিক এখান থেকেই গল্পের এক নতুন পর্বের শুরু হয়।
আরও পড়ুন: New Web Series Update: ওয়েব সিরিজে সাইকোলজিক্যাল থ্রিলার আনছেন অনিন্দ্য পুলক ও সায়ন্তনী
দুই অসৎ ছেলের সৎ পথে সমাজে বেঁচে থাকার সঙ্গে লড়াইয়ের গল্প। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে। আদৌ তারা বদলাতে পারবে কি না? কী ঘটেছিল সেদিন রাতে জঙ্গলে? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ধরনের গল্প 'সৎ ভূত অদ্ভুত'। ছবিটি মুক্তি পাবে প্রযোজক অরিন্দম চৌধুরীর প্রযোজনায়।
দেবের 'টনিক' ছবিতে অসামান্য সাফল্যের পর এবার 'ভূতের রাজা'র ভূমিকায় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। তবে তাঁর চরিত্র নিয়ে বেশি কিছু বলা হয়নি নির্মাতাদের তরফে।