কলকাতা: মুক্তি পেল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'-এর (Windows Productions) পরবর্তী ছবি 'বাবা, বেবি, ও...'-এর (Baba, Baby, O...) প্রথম গান। দিন দুই আগেই গানের প্রথম ঝলক মুক্তি পেয়েছিল। সেখানেই ভালবাসা জানিয়েছিলেন দর্শক শ্রোতারা। চমক হাসানের সঙ্গীত পরিচালনায় 'এই মায়াবী চাঁদের রাতে' (Ei Mayabi Chander Raate) গানটি মুক্তির ঘণ্টা খানেকের মধ্যেই ছুঁয়েছে সাড়ে পাঁচ হাজার ভিউ। 


 






ভিডিওয় এই গানটি গিটারের সঙ্গতে গাইতে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্তকে। ভিডিওতেই স্পষ্ট গানে গানেই প্রেমের গল্প বুনতে দেখা যাবে নতুন জুটি যীশু ও শোলাঙ্কিকে। প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, খানিক খুনসুটি, গানটি এই সবকিছুর পারফেক্ট মিশেল। এই গানের সহ-গীতিকার, সঙ্গীত পরিচালক ও গায়ক সবই হলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক চমক হাসান। 


 



'বাবা, বেবি, ও...' ছবির গল্প একজন চল্লিশোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে। যাঁর নাম মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় (Megh Roddur Chattopadhyay)। এই ভদ্রলোক সিদ্ধান্ত নেন যে সারোগেসির মাধ্যমে পিতৃত্বের স্বাদ নেবেন তিনি। তবে কুড়ির কোঠায় থাকা বৃষ্টি রায়ের (Brishti Roy) সঙ্গে আলাপের পর তাঁর জীবন বদলে যায়। ছবির মূল বক্তব্য, প্রেম ও ভালবাসা যে কোনও সময়ে যে কোনও জায়গায় হতে পারে। ছবিটি মুক্তি পাচ্ছে 'প্রেম দিবস'-এর প্রাক্কালে, ৪ ফেব্রুয়ারি ২০২২-এ।


আরও পড়ুন: Bengali Upcoming Movie: ভিনধর্মের যুবক-যুবতীর প্রেমকাহিনি নিয়ে আসছে 'জান্নাত'