এক্সপ্লোর
Advertisement
ড্যান্স ভিডিও শেয়ার করলেন নোরা, তারিফ অনুরাগীদের
মুম্বই: বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি স্বল্প সময়ের মধ্যেই তাঁর ড্যান্স মুভসের সুবাদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। মাঝেমধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নোরাকে ড্যান্স ভিডিও শেয়ার করতে দেখা যায়। খুব শীঘ্রই তাঁকে একটি রিয়েলিটি শো-তে পারফর্ম করতে দেখা যাবে। তারই একটি প্রোমো ভিডিও নোরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
এই ভিডিও নোরাকে তাঁর জনপ্রিয় দিলবর দিলবর গানে নাচতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ারের কয়েক মিনিটের মধ্যেই ওই ভিডিও ভাইরাল হতে শুরু করে। এই ভিডিওতে নোরার ড্যান্স মুভের ভূয়সী প্রশংসায় মেতেছেন তাঁর অনুরাগীরা। তাঁর বিভিন্ন ধরনের প্রশংসাসূচক মন্তব্য করছেন।
এক অনুরাগীর রায়, আপনার মতো ড্যান্সার ইন্ডাস্ট্রিতে আর নেই। একজন লিখেছেন, মঞ্চ মাতিয়ে দিয়েছেন। একজনের মন্তব্য, এটা কিলার পারফরম্যান্স।
সম্প্রতি নোরার একটি মলায়ালাম গান রিলিজ হয়েছে। ওই গানে তাঁকে মরুভূমির প্রেক্ষাপটে নাচতে দেখা গিয়েছে। গানের সেট দেখে মনে হচ্ছে, ইংরেজ জমানার পটভূমিতে ওই সিনেমা।
এর আগে নোরাকে ‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের সঙ্গে দেখা গিয়েছিল। গত বছর জন আব্রাহামের সত্যমেব জয়তে সিনেমায় ‘দিলবর দিলবর’ গান নোরাকে ইন্ডাস্ট্রিতে ভিন্ন পরিচয় এনে দেয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement