এক্সপ্লোর
ইউটিউবে ‘নাচ মেরি রানি’-র প্রায় সাড়ে চার কোটি দর্শক, উচ্ছ্বসিত নোরা ফতেহি
নোরাকে দেখা যাবে অভিষেক দুধাইয়ার ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-তে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: জনপ্রিয়তার বিচারে নয়া নজির গড়ল নোরা ফতেহির মিউজিক ভিডিও ‘নাচ মেরি রানি’। গুরু রণধাওয়ার গাওয়া গানটিতে নেচেছেন নোরা। ইউটিউবে ভিডিওটি দেখেছেন ৪ কোটি ৪০ লক্ষেরও বেশি দর্শক। একদিনেই ভিডিওটি দেখে ফেলেন আড়াই কোটি দর্শক। এই নজির গড়ার পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোরা। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তানিশক বাগচি। কোরিওগ্রাফার বস্কো। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা একটি রোবট। রণধাওয়া স্পর্শ করার পরেই তিনি নাচতে শুরু করে দিচ্ছেন। প্রবল জনপ্রিয় হয়েছে ভিডিওটি।
এরপর নোরাকে দেখা যাবে অভিষেক দুধাইয়ার ছবি ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-তে। এই ছবিতে নোরা ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















